“৭ ফুট উচ্চতা, হলুদ চোখ…”, অবশেষে পৃথিবীতে ধরা দিল এলিয়েন? ঘুম উড়েছে এই এলাকার বাসিন্দাদের

বাংলা হান্ট ডেস্ক: ভিনগ্রহী তথা “Alien”-দের উপস্থিতি আদৌ রয়েছে কি না এই প্রশ্নটি এখনও বিতর্কিত থেকে গেছে। প্রায়শই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এলিয়েনদের দেখা পেয়েছেন বা তাদের আক্রমণের শিকার হয়েছেন বলে দাবি করেন। যদিও, সেইসব দাবির কোনো সঠিক প্রমাণ আজও মেলেনি। এমনকি, ভিনগ্রহীদের সন্ধানে বছরের পর বছর ধরে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তবে, এবার একটি তুমুল চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। যেটি জানার পর অবাক হয়ে যাবেন প্রত্যেকেই।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি ভিডিও তুমুল ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেটি প্রত্যক্ষ করেই চক্ষু চড়কগাছ হয়েছে সকলের। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার এলিয়েনদের আক্রমণের ভয়ে ঘুম উড়েছে পেরুর উত্তর-পূর্বে অবস্থিত আল্টো নানে জেলায় বসবাসকারী ইকুইতু জনজাতির বাসিন্দাদের। এমনকি, এলিয়েনের আক্রমণের ভয়ে তাঁরা তাঁদের জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

এই প্রসঙ্গে ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে ভয়ঙ্কর চেহারার এই এলিয়েনদের চোখের রঙ হলুদ এবং দৈর্ঘ্য ৭ ফুট। এদিকে বাসিন্দারা এই এলিয়েনদের নাম দিয়েছেন Los Pelacaras (Face Peelers)। পাশাপাশি, সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, কিছুদিন ধরেই ওই এলাকায় গাঢ় রঙের হুডি পরা এলিয়েনরা তাঁদের ওপর হামলা চালাচ্ছে।

আরও পড়ুন: এবার বিজ্ঞানীরা সন্ধান পেলেন “Alien World”-এর! সামনে এল অবাক করা তথ্য

এলিয়েনদের প্রথম কখন দেখা গিয়েছিল: প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক মাস আগে অর্থাৎ ১১ জুলাই, ওই অদ্ভুত দর্শন “এলিয়েন”-দের প্রথমবারের মতো দেখা গিয়েছিল। তারপর থেকে ১৫ বছরের এক কিশোরী হাসপাতালে ভর্তি। ওই কিশোরী এলিয়েনদের দেখেছিল বলে দাবি করা হচ্ছে । তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি যে, আদৌ ওই অদ্ভুতদর্শন “প্রাণীগুলি” এলিয়েন কি না! এই প্রসঙ্গে সংশ্লিষ্ট সম্প্রদায়ের নেতা জাইরো রেতেগুই ডেভিলা জানিয়েছেন, “এলিয়েনরা লড়াইয়ের সময়ে ওই মেয়েটির গলার অংশ কেটে ফেলেছিল।”

আরও পড়ুন: পৃথিবীতেই রয়েছে এলিয়েন, ভিনগ্রহীদের দেহ রয়েছে এই দেশে! বিজ্ঞানীদের দাবি ঘিরে তুলকালাম বিশ্বে

এমতাবস্থায়, সামগ্রিক পরিস্থিতি এতটাই গুরুতর যে, এলিয়েনদের হাত থেকে মানুষকে বাঁচাতে রাতে টহল দেওয়া হচ্ছে। পাশাপাশি, মহিলা, শিশু ও বয়স্কদের ক্ষেত্রে আরও সতর্ক থাকা হচ্ছে। এদিকে, স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, এলিয়েনদের ভয়ের আবহে গ্রামবাসীদের রাতে ঘুমোতেও অসুবিধা হচ্ছে।

পাশাপাশি ডেভিলা জানিয়েছেন যে, তিনি “Face Peelers”-এর মুখোমুখি হয়েছিলেন। তাঁর মতে, ওই এলিয়েনদের জুতোগুলি ছিল গোলাকার। যেগুলি তারা বাতাসে ভেসে থাকার জন্য ব্যবহার করে। এছাড়াও, তাদের মাথা বড় এবং তারা মুখোশ পরে থাকে ও তাদের চোখ হলুদ রঙের। ডেভিলা বলেন, “আমি তাদের প্রায় মুখোমুখি দেখেছি। তাদের চেহারা দেখতে সমস্যা হচ্ছিল। এক মিটার উচ্চতায় তাদের সারা শরীর ভাসতে দেখেছি।” ডেভিলা ওই প্রাণীদের গুলি করার হুমকি দিয়েছিলেন। যদিও তারা গুলিবিদ্ধ হয়ে অদৃশ্য হয়ে যেতে সক্ষম বলে দাবি করেন ডেভিলা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর