পৃথিবীতেই রয়েছে এলিয়েন, ভিনগ্রহীদের দেহ রয়েছে এই দেশে! বিজ্ঞানীদের দাবি ঘিরে তুলকালাম বিশ্বে

বাংলা হান্ট ডেস্ক : ভিনগ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েন (Alien) নিয়ে পৃথিবীবাসীর কৌতুহলের অন্ত নেই। তারা কেমন দেখতে, তারা কী খায়? তাদের জীবন শৈলী কেমন? এরকম নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খায় মানুষের মনে। একদল তো ধরেই নিয়েছে যে, এলিয়েন আছে। আবার কিছু জনের বিশ্বাস, এসব কেবলই গালগল্প। আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও (UFO) নিয়েও একই ব্যাপার।

কেউ বলে এসব গল্পে কান দিওনা, তো কেউ বলে আলবাৎ আছে। এইসব তর্কবিতর্কের মাঝে এমন এমন সব খবর আসে যা শুনে চোখ কপালে ওঠে সকলের। এই যেমন, সম্প্রতি শোনা গেছে, পৃথিবীতেই নাকি রয়েছে ভিনগ্রহীরা। সাথে রয়েছে ইউএফও (UFO)ও। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর দাবি করেছেন প্রাক্তন এক মার্কিন গোয়েন্দা আধিকারিক (Former US Intelligence Officer)।

সংশ্লিষ্ট গোয়েন্দা বলেন, তিনি নিজে যদিও এইসব ইউএফও বা এলিয়েন দেখেননি তবে এসবের অস্তিত্ব রয়েছে তার প্রমাণ তিনি পেয়েছেন। তিনি এটাও বলেছেন যে, মার্কিন মুলুকের কাছেই রয়েছে এই ভিনগ্রহের যান বা ইউএফও। তিনি আরো বলেন, মার্কিন সরকারের কাছে ভিনগ্রহীদের দেহ-ও রয়েছে।

গত বুধবার ওয়াশিংটনের হাউস ওভারসাইট কমিটির সামনে দাঁড়িয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ডেভিড গ্রাস নামক প্রাক্তন ওই গোয়েন্দা আধিকারিক। যদিও এই প্রথম নয়, তিনি এর আগেও এই দাবি করেছেন। এর আগে একবার তিনি জানিয়েছিলেন যে, আমেরিকান সরকারের কাছে রয়েছে এলিয়েনদের যানও (Spacecraft)।

fteaturtybdbhn32fkjnssnkky

এই গোয়েন্দা আধিকারিকের অভিযোগ ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র সারা দুনিয়ার থেকে ভিনগ্রহীদের সত্য লুকিয়ে রেখেছে। সরকার কর্তৃপক্ষ নাকি এমন সব দেহ উদ্ধার করেছে যা মানুষের নয়। পাশাপাশি ভেঙে পড়া ইউএফও ঠিক করতে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারও করেছে সরকার। যদিও এই সম্পূর্ণ বিষয়টিকে খারিজ করে দিয়েছে মার্কিন সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত করা হয়েছে কিন্তু এমন কোন প্রমাণই মেলেনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর