বাড়ছে তাপমাত্রার পারদ! মাঘেই কি বিদায় শীতের? কী বলছে আবহাওয়া দফতর?

বাংলা হান্ট ডেস্ক : বড়দিন, বর্ষবরণ, মকর সংক্রান্তির পর বসন্ত পঞ্চমীতেও দেখা নেই শীতের। মাঘেই কি রাজ্য থেকে বিদায় নেবে শীত? এই প্রশ্নউ এখন সকলের মুখে। তেমন আশার বাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতরও (Alipore Weather Office)। আগামী সপ্তাহখানেক উষ্ণতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ১৬.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৪.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৬১%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭২%

আজকের আবহাওয়া : রীতিমতো উষ্ণতার ছোঁয়া মিলবে কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি।

weather 24

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দিনে তিনেকে হিমালয় সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার ভাব এখনই বিদায় নিচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েক দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এছাড়াও সকালের দিকে প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে। আগামী ২-৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করে বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। পরবর্তী দু-তিনদিনও পরিস্থিতি একইরকম থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে। উপকূলের জেলাগুলিতেই সেই সম্ভাবনা বেশি। কলকাতায় দিনের বেলায় শীতের আমেজ টের পাওয়া যাবে না।

Sudipto

সম্পর্কিত খবর