ধেয়ে আসছে ঘন কালো মেঘ! বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভিজবে রাজ্যের ৮ জেলা, ওয়েদার আপডেট

বাংলা হান্ট ডেস্ক : শীতের শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের চরম নির্যাতন। এতদিন উত্তরবঙ্গে (North Bengal) হালকা বৃষ্টি চললেও তার ছিঁটেফোঁটাও মেলেনি দক্ষিণবঙ্গের (South Bengal) ভাগ্যে। এবার দক্ষিণবঙ্গের আকাশে ঘোর করে আসছে ঘন কালো মেঘ ধেয়ে। আগামী ১০ মার্চ থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৬%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৮%

কলকাতার আবহাওয়া : শহরের আকাশ আংশিক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া : দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ মার্চ শুক্রবার সকালের মধ্যে শুধুমাত্রা দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Untitled design 2022 09 06T085633.109

দক্ষিণবঙ্গের আবহাওয়া : বৃহস্পতিবার সকালের মধ্যে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগানী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ মার্চ শুক্রবার সকালের মধ্যে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের সঙ্গে ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। তবে শুক্রবার নাগাদ ওই জেলাগুলি ছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম ভবন।

আগামীকালের আবহাওয়া : কলকাতা সংলগ্ন অঞ্চলে সেরকম তাপমাত্রার পরিবর্তন আসবেনা। এছাড়া শনিবারের পর থেকে তাপমাত্রার পারদ আরও একটু চড়বে কলকাতা ও শহরতলিতে। গাঙ্গেয় কলকাতা এবং তার সামনা সামনি কোথাওই বৃষ্টির সম্ভবনা থাকছেনা তেমন।

Sudipto

সম্পর্কিত খবর