বাংলা হান্ট ডেস্ক : কলকাতা (Kolkata) এবং শহরের আশপাশের এলাকার ওপর দিয়ে মেঘদের আনাগোনা লেগেই রয়েছে। আকাশ মেঘলা। তাই তাপমাত্রা কিছুটা কম। হাওয়া (Weather) অফিস সুত্রে খবর পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ বজায় থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভবনাও রয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৮°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৭১%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%
কলকাতার আবহাওয়া : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার এই তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টা শনিবার সকালের তিন জেলা ছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এক্ষেত্রেও বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া : রাজ্যের বিভিন্ন জেলায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। শনিবার থেকে আবহাওয়ায় সামান্য বদল আসবে বলে জানিয়েছে মৌসম ভবন।