তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি চলছেই! জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে? কী বলছে আবহাওয়া দফতর? আজকের ওয়েদার আপডেট

বাংলাহান্ট ডেস্ক : সকালে হাল্কা কুয়াশা। বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে ফুটে উঠে ঝকঝকে দিন। সোমবারের তুলনায় কলকাতার ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় ১ ডিগ্রির মতো। মেঘ কেটে উত্তরে হাওয়া ঢোকায় এই তাপমাত্রা হ্রাস। তবে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২১.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৭.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৫২%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫০%

আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আবহাওয়া সর্বত্রই শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দিন কয়েকে রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুকনো থাকবে। আগামী দিন কয়েক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আগামীকালের আবহাওয়া : শীত ভাগ্যে আবারও কিছুটা বিলম্ব। ১৫ ডিসেম্বর থেকেই জাঁকিয়ে ঠান্ডা পাবেনা বঙ্গবাসী। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা স্বাভাবিক অথবা তার উপরে থাকবে। সপ্তাহের শেষের দিকে আবারও নামতে পারে পারদ। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


Sudipto

সম্পর্কিত খবর