ধুন্ধুমার ব্যাটিং শুরু শীতের! একধাক্কায় অনেকটা নিচে শহরের তাপমাত্রা, কতদিন জারি থাকবে শীতের এই ইনিংস?

বাংলাহান্ট ডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে জানান হয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। জেলার ক্ষেত্রে তাপমাত্রা আরও ৪ ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গে মাঝারি কুয়াশা হলেও দক্ষিণবঙ্গে সেভাবে কুয়াশার সম্ভাবনা নেই। আজ, শনিবার এ পর্যন্ত মরশুমের শীতলতম দিন কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ১ ডিগ্রির বেশি কমে গেছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। শীতের আমেজ বাড়ছে গোটা রাজ্যজুড়ে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ১৯.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৪.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৫০%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৪৭%

আজকের আবহাওয়া : আজ কলকাতায় পরিষ্কার আকাশ। উত্তুরে হওয়া বইছে। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় শীতল শুষ্ক আবহাওয়া। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ৯৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে। দার্জিলিং কালিম্পঙে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি রাজ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা এরকমই থাকবে তাপমাত্রা। আপাতত এই শীতের স্পেল চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অপরদিকে তাপমাত্রার পারদ হুহু করে নামছে দক্ষিণবঙ্গেও। আগামী কয়েক দিন এভাবেই ঠান্ডা অনুভূত হবে জেলাগুলিতে। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পরবে কিনা তা স্পষ্ট করে জানায়নি মৌসম ভবন।

আগামীকালের আবহাওয়া : আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। জেলার ক্ষেত্রে তাপমাত্রা আরও চার ডিগ্রি কম থাকবে। জেলায় জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে এমনকি দশ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ মরশুমে ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা ১৬ ডিগ্রির নীচে নামে। আজ ১৫ ডিগ্রির নীচে নেমে এ মরসুমে এখনও পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা।


Sudipto

সম্পর্কিত খবর