বাংলা হান্ট ডেস্ক : বাংলায় এবারের বড়দিনে শীত দেখা পাওয়া যাবেনা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এখনের থেকে বড়দিনের সময় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা থাকলেও, তাপমাত্রার তেমন কোনও পার্থক্য হবে না বলেই জানিয়েছে মৌসম ভবন।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ২০.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৬.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৫২%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৩%
আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে বেশ কিছু জায়গায় ভোরের দিকে কুয়াশা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার এই তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার দার্জিলিং জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির আবহাওয়া মোটাসোটা শুকনো থাকবে। ২৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাধারি কুয়াশা থাকতে পারে। আগামী দিন পাঁচের উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা প্রায় নেই।
শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী দুদিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া : কনকনে শীতের আমেজে কী বড়দিনে আদৌও উপভোগ করতে পারবেন বাংলার মানুষ? জানা যাচ্ছে আগামী রবিবার বড়দিন সেদিন তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে বঙ্গোবসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। তার জেরেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে গোটা বাংলা জুড়ে।