কিম্ভূতকিমাকার আবহাওয়া! ঠান্ডা-গরম, কুয়াশা-বৃষ্টির মাঝে দোলাচলে বাংলা, জেনে নিন আজকের ওয়েদার আপডেট

বাংলা হান্ট ডেস্ক : শীতের (Winter) মরশুমের শেষ। আবহাওয়ায় এসেছে একাধিক পরিবর্তন। উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলাতে আগামী ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা যেমন রয়েছে, তেমনই দক্ষিণের দিকে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলবর্তী জেলাগুলোতে আপাতত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

   

সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮২%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৫%

আজকের আবহাওয়া : গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রী সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রী বেশি। গত সোমবার বিকেলের দিকে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয় ৩১.১ ডিগ্রীতে। কলকাতা শহর এবং সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা ২২ থেকে ৩১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯২ শতাংশ থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আজ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকাবে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

weather

অপরদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গের মতোই আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

আগামীকালের আবহাওয়া : দক্ষিণবঙ্গের জেলায় আকাশ কিছুটা পরিষ্কারই থাকবে। মেঘলা আকাশ থাকলেও আপাতত ৪-৫ দিন বৃষ্টির সম্ভবনা নেই। রাত্রির দিকের তাপমাত্রায় কোনো পরিবর্তন না এলেও দিনের বেলা বেশ গরম অনুভূত হবে। যদিও পারদ ৩০ ডিগ্রী পার করবেনা এখনই। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর