ফিরে এল শীতের আমেজ! নববর্ষের উৎসবে সঙ্গী কনকনে ঠান্ডা, কতদিন থাকবে শীতের এই স্পেল?

   

বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই গোটা রাজ্যে পরিষ্কার আকাশ। আবারও কনকনে শীত উপভোগ করছে রাজ্যবাসী। সাথি হয়েছে উত্তরে হাওয়াও। এদিন কলকাতা-সহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ছয় ডিগ্রি।
আগামী ২৪ ঘন্টা এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ১৫.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৩.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৪৮%
বাতাস : ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৪৯%

আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে আকাশ একেবারেই পরিষ্কার থাকবে। কোনও কোনও জায়গায় সামান্য কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রিরও বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

weather 8 4

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে কুয়াশা থাকবে। এছাড়া বাকি সবকটি জেলায় শুকনো আবহাওয়া থাকবে। দেখা যাবে হাল্কা থেকে মাঝারি কুয়াশাও। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে সেই দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপরের তিন দিনে আবারও তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩১ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া একদমই শুকনো থাকবে। আপাতত কোথাও তেমন কোন কুয়াশার পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

1448613385 10 photos that will make you fall in love with delhi winters

আগামীকালের আবহাওয়া : হুহু করে নামছে তাপমাত্রার পারদ। বড়দিন শীত শীত ভাব উধাও হলেও বর্ষ-বরণ এবং নববর্ষের উৎসবে কনকনে ঠান্ডাই সঙ্গী হবে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শীতের এই স্পেল কতদিনের জন্য তা এখনই কিছু জানানো সম্ভব হচ্ছে না।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর