সাঙ্গ হল শীতের পালা! ঠিক কবে বিদায় নিচ্ছে রাজ্য থেকে? আবহাওয়া নিয়ে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক : জানুয়ারির মতোই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ফেব্রুয়ারিতেও। দুপুরবেলা ঠিল যেন বৈশাখ মাসের গরম। অবশ্য ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা শহর।ল। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, এই তাপমাত্রার ওঠানামা চলবে আরও বেশ কয়েকদিন।

এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৭২%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৩%

আজকের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণভাবে পরিষ্কার থাকবে শহরের আকাশ। অবশ্য সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার রাতে ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার যা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। বিগত ৭২ ঘন্টায় শহর কলকাতার তাপমাত্রা বেড়েছে প্রায় ৬ ডিগ্রির মতো।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। বাকি সব জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রায় বিরাট কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

weather 28

এদিকে, উপকূল ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আবহাত্তয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৫ দিনে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। শিরশিরানির অনুভূতি পুরোপুরি উধাও হয়ে যাবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার এক বা দুই জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আগামীকালের আবহাওয়া : এবার ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে শীত। আর তার ফিরে আসার সম্ভাবনা একেবারেই নেই। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৫ ফেব্রুয়ারির পর বিদায় নেবে শীত শীত আমেজও। তার আগে থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Sudipto

সম্পর্কিত খবর