বাংলাহান্ট ডেস্ক : শীতকাল মানেই বাবা-মা বা বন্ধুবান্ধবদের সাথে মিলে চিড়িয়াখানা ভ্রমণ। শহর থেকে শহরতলী এমনকি দেশের নানান জায়গা থেকে আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) ভিড় জমান দর্শনার্থীরা। তবে এবার শীতকালে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কিউআর টিকিট চালু করল আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo) কর্তৃপক্ষ।
আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) নয়া উদ্যোগ
শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করেই কেটে ফেলা যাবে চিড়িয়াখানার টিকিট। নতুন এই QR টিকিট সিস্টেমের ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা থেকে মিলবে মুক্তি। ছোট থেকে বড়, শীতকালে সবাই মিলে বাঘ-সিংহ-হাতি দেখার অভিজ্ঞতা নিতে চাইলে আসতেই হবে আলিপুর চিড়িয়াখানায়।
মাঝে আর একটা দিন। তারপরই ক্রিসমাস। আবার তার কিছুদিন পর রয়েছে নিউ ইয়ার। সবমিলিয়ে শীতকালে এখন বাঙালির ঘুরতে যাওয়ার মরশুম। বড়দিন, নিউ ইয়ার উপলক্ষে বছর শেষে চিড়িয়াখানায় বাড়তি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভিড় এড়িয়ে QR কোড টিকিট ব্যবস্থার ফলে অনেকটাই সুবিধা হতে চলেছে দর্শনার্থীদের।
আরোও পড়ুন : কিছুদিন আগেই পা দিয়েছেন ৯০-এ, শেষ কাজ অসমাপ্ত রেখেই বিদায় নিলেন পরিচালক শ্যাম বেনেগাল
চিড়িয়াখানায় গিয়ে কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতেই কর্তৃপক্ষের এবার ডিজিটাল উদ্যোগ। বাড়ি বসেই স্মার্টফোনের মাধ্যমে কেটে ফেলতে পারবেন QR টিকিট। সেই QR স্ক্যান করেই মিলবে পশু-পাখিদের সাম্রাজ্যে প্রবেশের অনুমতি।
অনলাইনে (Online) চিড়িয়াখানার টিকিট বুকিং ( Ticket Booking):
অনেক আগে থেকেই https://kolkatazoo.in/alipore/ ওয়েবসাইটের মাধ্যমে চিড়িয়াখানার টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। ওয়েবসাইটে ভিজিট করে ক্লিক করতে হবে ETickets অপশনে। নতুন পেজে ভিজিটের তারিখ ও অন্যান্য তথ্য প্রদান করতে হবে। তারপর UPI পেমেন্টে চ্যানেল সিলেক্ট করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্টের পর স্ক্রিনে ভেসে উঠবে কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করেই এন্ট্রি নিতে পারবেন চিড়িয়াখানায়।পাঁচ বছরের কম বয়সীদের জন্য এন্ট্রি ফি ২০ টাকা। পাঁচ বছরের ঊর্ধ্বে চিড়িয়াখানায় এন্ট্রি ফি বাবদ দিতে হবে ৫০ টাকা। চিড়িয়াখানার সাথে অ্যাকোরিয়ামের আনন্দ উপভোগ করার জন্য দিতে হবে অতিরিক্ত ২০ টাকা।