বার বার একই আর্জি! পার্থের উপর খড়গহস্ত বিচারক, হল জরিমানা, কত টাকা দিতে হবে বিধায়ককে?

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর জুলাই মাস থেকে শিক্ষক দুর্নীতির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দীর্ঘ এই সময়ের মধ্যে একাধিকবার জামিনের আর্জি জানিয়েও কোনও সুরাহা পাননি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। আর এবারও সেই একই কাণ্ড। ফের একবার পার্থের জামিনের আবেদন খারিজ।

তবে এখানেই শেষ নয়, বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীর উপর বেজায় ক্ষুব্ধ আদালত। জানা গিয়েছে প্রতিদিনই চার্জশিটের কপি চাইছেন পার্থের আইনজীবী। আগে সেই আবেদন খারিজও করেছিলেন বিচারক। তবে এরপরও আজ এই আবেদন জানানোয় পার্থকে আর্থিক জরিমানা করলেন আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।

   

সূত্রের খবর বার বার একই আবেদন করায় পার্থবাবুকে ১,০০০ টাকা জরিমান করেছে আদালত। প্রসঙ্গত সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের বিরুদ্ধে আনা চার্জশিটে রাজভবনের অনুমোদন পেয়েছে সিবিআই। অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুমোদন মিলতেই আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট গ্রহণের জন্য আবেদন করে সিবিআই।

আরও পড়ুন: একটু রেস্ট নিয়েই ফের তাণ্ডব! কাল কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? জানাল হাওয়া অফিস

তবে চার্জশিট এখন আদালত তরফে গ্রহণ করা হয়নি। এতদিন রাজ্যপালের অনুমোদনের জন্য সিবিআইয়ের তরফে আবেদন জানানো হয়। সম্প্রতি সেই অনুমোদন মিললেও চার্জশিট আদালতে গ্রহণ করা যায়নি। তাই তার কপি এখনও অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া সম্ভব হয়নি।

partha jail

এদিন ১০০০ টাকা জরিমানার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। আপাতত আগামী ১১ অক্টোবর পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর