আলিপুরদুয়ারে দাদার সাথে ‘মিলনে’ পুত্র সন্তানের জন্ম দিল নাবালিকা! ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ বাবার

বাংলা হান্ট ডেস্কঃ বাবা দিনমজুর, মা লোকের বাড়ি কাজ করেন। আলিপুরদুয়ারের (Alipurduar) কুমারগ্রাম এলাকার এমনই এক দরিদ্র পরিবারে ঘটে গিয়েছে এক ভয়াবহ নারী নির্যাতনের (Rape) ঘটনা। যা সামনে আসার পর লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে পরিবারের। প্রশ্ন উঠছে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতার অভাব নিয়েও।

ঠিক কী ঘটেছে?

হঠাৎ করেই মেয়ের পেটে ব্যাথা শুরু হওয়ায় তাকে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বাড়ির লোকজন। সেখানেই ওই নাবালিকাকে পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে ওঠে চিকিৎসকের। দেখা যায় গর্ভবতী (Pregnanat) হয়ে পড়েছে নবম শ্রেণীর ওই পড়ুয়া। এরপর ওই নাবালিকা নিজের মুখে যা জানাল তা আরও লজ্জার। জেরার মুখে পরে ওই নাবালিকা স্বীকার করে নেয় নিজের দাদার সাথেই নাকি শারীরিক সম্পর্ক (Rape) ছিল তার।

এই ঘটনাই এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, রাস্তাঘাট, কর্মস্থলের পর এবার নিজের বাড়িতেও নিরাপদ নয় মেয়েরা। তাই তো নিজের বাড়িতেই নিজের দাদার যৌন লালসার শিকার এই নাবালিকা। নিজের  দাদার সাথে শারীরিক সম্পর্কের (Rape) জেরেই ৮ মাসের গর্ভবতী ছিলেন ওই নাবালিকা। গত শুক্রবারেই কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে সে।

গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম এলাকায়। কিন্তু আশ্চর্যের বিষয় ৮ মাস ধরে মেয়ে গর্ভবতী থাকলেও সে কথা নাকি ঘুণাক্ষরেও টের  পাননি তার পরিবারের লোকজন। এই কেলেঙ্কারির কথা সামনে আসতেই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই নির্যাতিতার বাবা। আলিপুরদুয়ার জেলা পুলিশ সূত্রে খবর পকসো আইনে মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন: বড় বদল! মহিলা পুলিশকর্মীদের কাঁধে বিরাট দায়িত্ব, যৌন নির্যাতন বা পকসোর ঘটনায় নয়া নির্দেশ

ইতিমধ্যেই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে জলপাইগুড়ি জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। অন্যদিকে হাসপাতাল থেকে ফিরে আসার পর ওই নাবালিকারও গোপন জবানবন্দী নেওয়ার জন্য তাকে আদালতে তোলা হবে। এছাড়া তাকে ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনেও পেশ করা হবে বলেই জানা যাচ্ছে।

Rape

স্থানীয় সূত্রে খবর, ওই পরিবারটি খুবই দরিদ্র। দিন আনা দিন খাওয়া সংসার তাদের। মেয়েটি পড়াশোনা করলেও ছেলেটি পড়াশোনা ছেড়ে দিনমজুরির কাজ করে। সকালে বাবা-মা কাজে বেরিয়ে গেলে ছেলেমেয়ে বাড়িতে কী করছে, কেউ তার খোঁজ রাখত না। প্রসঙ্গত চলতি বছরের অক্টোবর মাসেই এই একই ধরনের ঘটনা ঘটেছিল গুজরাতের সুরাতে। সেখানে তিন মাসের গর্ভবতী ছিল এক অষ্টম শ্রেণীর পড়ুয়া। তার সাথেও জোর করে দু’বার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল তার নিজের দাদা। সেবার ওই গুণধর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতার মা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর