বাংলাহান্ট ডেস্কঃ গত ২৬ মার্চ বাংলাদেশ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই সফর ঘিরে বাংলাদেশ বেঁধে ছিল তুলকালাম কাণ্ড। দেশের সর্বত্র ছড়িয়েছিল হিংসা। এবার সেই হিংসার দায় অস্বীকার করল চরমপন্থী ইসলামিক সংগঠন ‘হেফাজতি ইসলামী’। সেসময় দেশের সর্বত্র যে সহিংস বিক্ষোভ হয়েছিল তাতে ‘হেফাজতে ইসলামী’র কোনও ভূমিকা নেই বলে দাবি করলেন সংগঠনের নেতা জুনায়েদ বাবুনগরী।
সোমবার রাতে স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের কোনও কর্মসূচি ছিল না। এমনকি আমাদের কোনও নির্দেশও ছিল না বলে দাবি করেন বাবুনগরী’। তিনি জানান, ‘ সেই সময় আমি নিজে হেফাজতের সদর দপ্তরে ছিলাম না। দূরে সফরে ছিলাম।’ এমনকি তিনি এও দাবি করেন, ‘এর আগে বায়তুল মোকাররমে কিছু অঘটন ঘটেছিল। ওই মসজিদের ভিতরে ঢুকে ক্যাডাররা মুছুল্লিদের মারধর করেছে।
উল্লেখ্য, মার্চের শেষে প্রধানমন্ত্রীর সফরে (Bangladesh Visit) ঢাকা সহ দেশের একাধিক জায়গায় হিংসা ছড়ানোর দায়ে হেফাজতে ইসলামীর নেতাদের ধরপাকড় শুরু করেছে হাসিনা প্রশাসন। এমনকি রমজান শুরু হওয়া সত্ত্বেও সেই ধরপাকড় অব্যহত। এরই মধ্যে বাবুনগীরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই দায় নিতে অস্বীকার করার পাশাপাশি গ্রেফতার হওয়া হেফাজতে ইসলামীর নেতাদের মুক্তির দাবি জানিয়েছে। এমনকি তিনি এও জানিয়েছেন, হাসিনা সরকারের (Hasina Govt) সঙ্গে কোনও সংঘাতে জড়াতে চায়না হেফাজতে ইসলামী।
উল্লেখ্য, মোদীর এই বাংলাদেশ (Bangladesh) সফরে বন্ধু দেশকে সবরকম বিপদে পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। সেই সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে মোট পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়।