বাংলা হান্ট ডেস্কঃ চুরি তো বহুপ্রকার হয়, দামী সোনা গয়না, নগদ অর্থ থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র, চোরেদের চুরির তালিকায় থাকে এসব জিনিস গুলোই। তবে বাপু এসব ছেড়ে কখনও আস্ত শৌচাগার (Toilet) চুরির কথা শুনেছেন কি? তবে শুনুন, ঠিক এই ঘটনাই ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়া এলাকায়। হতবাক করা এই ঘটনায় ইতিমধ্যেই জলপাইগুড়ির কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন এলাকার কাউন্সিলর (Councilor)। দায়ের হয়েছে লিখিত অভিযোগও।
ঘটনাটা ঠিক কী? আমাদের চলে যেতে হবে কিছুমাস আগে। পৌরসভা নির্বাচনে জিতে জয়ন্তীপাড়া এলাকা পরিদর্শনে যান তৃনমূল কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন। ঠিক কতটা উন্নয়ন দরকার, কী কী করা যায় মানুষের সুবিধার জন্য, সেসবই খতিয়ে দেখতে গিয়েছিলেন তিঁনি। তবে সেখানে গিয়ে কাউন্সিলর দেখেন সেখানকার ৪টি কমিউনিটি টয়লেট অত্যন্ত খারাপ অবস্থায় পরে রয়েছে। এরপরই সেগুলিকে সংস্কারের উদ্দেশ্য নবান্নের দৃষ্টি আকর্ষণ করেন তিঁনি। সেইমত নবান্নও টয়লেটগুলিকে নতুন করে তৈরি করতে উদ্যোগী হয়।
এরপর আরও কয়েকটি বেহাল কমিউনিটি টয়লেট খবর সামনে আসে। খবর পেয়েই তা পরিদর্শনে যান কাউন্সিলর। তবে গিয়েই হতবাক তিঁনি। দেখেন টয়লেট পুরো ভাঙা। চুরি হয়ে গেছে তার ইট, লোহা ইত্যাদি যাবতীয় জিনিসপত্র। বর্তমানে সেখানে টয়লেটের কোনো অস্তিত্বই নেই। অদ্ভুত এই চুরির ঘটনায় তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন কাউন্সিলর।
অন্যদিকে এলাকাবাসীকে এই চুরির বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় মানুষজন। তাঁদের দাবি কে বা কারা এসব চুরি করেছে সেই বিষয়ে তাঁদের কিছু জানা নেই। তবে চোরকে খুঁজে তাঁর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে গোটা এই চুরির বিষয় নিয়ে বেজায় চিন্তায় কাউন্সিলর।