পেয়িং কেবিন চালু করতে চলেছে সমস্ত হাসপাতাল

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক ঃ শিগ্রহী পেয়িং কেবিন চালু করতে চলেছে সমস্ত হাসপাতাল। উডবার্ন ওয়ার্ডের মতোই এবার এসএসকেএম হাসপাতালে বাড়ানো হবে পেইন কেবিনের সংখ্যা। এবং প্রত্যেকটির জেলা হাসপাতাল গুলিতেও চালু হবে এই পেয়িং কেবিন।


আজই এস এস কে এমে লেভেল ১ ট্রমা সেন্টার চালু করে এই পেয়িং কেবিনের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই পেয়িং কেবিনের ফলে রোগীরা উপকৃত হবেন। এবং হাসপাতালের উপার্জনও বাড়বে। এবং সেই টাকার এক অংশ চিকিৎসকেরাও পাবেন সে কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এখন দেখার বিষয়, কত তাড়াতাড়ি এই পেয়িং কেবিনের পরিষেবা পায় রোগীরা।

X