এক দেশ এক আইনের বিরোধিতায় মুসলিম পার্সোনাল ল বোর্ড! তীব্র অশান্তির আশঙ্কা দেশ জুড়ে

বাংলা হান্ট ডেস্ক : ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) নিয়ে আলোচনা করার জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (All India Muslim Personal Law Board) বুধবার লখনউতে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করে। আলোচনার পরই, বোর্ড ইউসিসির বিরোধিতার কথা ঘোষণা করে।

প্রায় তিন ঘন্টা ধরে চলা এই বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিস্তর আলোচনা হয়। বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী মাহালী এই আইনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মাহালির এদিন দাবি করেন, পার্সোনাল ল বোর্ড শরিয়াহ নীতির উপর প্রতিষ্ঠিত। ফলস্বরূপ, কোন মুসলিম এতে কোন পরিবর্তন সহ্য করবে না। মাহালি আরও বলেন মুসলিম বোর্ডের পক্ষ থেকে একটি লিঙ্ক শেয়ার করা হবে, যাতে ব্যক্তিরা ইউসিসি এর বিরুদ্ধে তাদের ভিন্নমত প্রকাশ করতে পারে।

ucc

ইউসিসি-তে দুটি খসড়া আইন কমিশনের কাছে হস্তান্তর করা হবে, একটি মুসলিম ব্যক্তিগত আইন বোর্ড থেকে এবং অন্যটি জমিয়ত উলেমা-ই-হিন্দের হবে। এর সভাপতি হলেন আরশাদ মাদানি। তাঁর নেতৃত্বেও ইউসিসির বিরোধিতা করবে মুসলিম সমাজ।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিন্ন দেওয়ানি বিধি আহ্বানের পর, মঙ্গলবার সহ-সভাপতি জগদীপ ধনখড় বলেন যে দেশে ইউসিসি চালু করার সময় এসেছে। তিনি আরও জোর দিয়েছিলেন যে ‘ইউসিসি বাস্তবায়নে আর কোনো বিলম্ব আমাদের মূল্যবোধের জন্য ক্ষয়কারী হবে,” সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।

আইআইটি গুয়াহাটির 25 তম সমাবর্তনে ভাষণ দেওয়ার সময়, সহ-সভাপতি ধনখড় জোর দিয়ে বলেন, রাজ্য নীতির নির্দেশমূলক নীতিগুলি (DPSP) ‘দেশের শাসনের মৌলিক’ এবং সেগুলিকে নিয়মে পরিণত করা রাজ্যের কর্তব্য। প্রসঙ্গত, পঞ্চায়েত, সমবায় এবং শিক্ষার অধিকারের মতো বেশ কয়েকটি ডিপিএসপি ইতিমধ্যেই আইনে প্রণীত হয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর