অজিত পাওয়ার যে সব বিবৃতি দিচ্ছেন তা মিথ্যে, বিজেপির সঙ্গে জোটের কোনও সম্ভাবনা নেই: শরদ পাওয়ার

বাংলা হান্ট ডেস্ক : শনিবার অজিত পাওয়ার সহ আরও আট বিধায়ক বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রীর এবং উপ মুখ্যমন্ত্রিত্ব পদে শপথ গ্রহণের সময় থাকলেও পরের পাঁচ বিধায়ক আবারও এনসিপি তে ফিরে এসেছিল কিন্তু এখনও অবধি চার জন এনসিপি বিধায়ক অধরা তা ই কার্যত শিব বিধায়কদের জন্য কিছুটা হলেও চিন্তিত শিবসেনা। যদিও ভয় কিছুতেই কমতি নেই শরদ পাওয়ারের তাই তো তড়িঘড়ি শিবসেনার সঙ্গে সমর্থনে রাজি হয়েছে।sharad pawar getty 1

যদিও আগে থেকেই রাজি ছিল তবে রবিবার সন্ধে শিবসেনাকে টুইট করে সরাসরি সমর্থনের কথা আবারও জানাল শিব সেনা প্রধান শরদ পাওয়ার। একই সঙ্গে বিজেপির সঙ্গে জোট বাঁধার কোনও প্রশ্ন নেই বলে জানিয়ে দিল শরদ পাওয়ার পাশাপাশি মহারাষ্ট্রের সরকার গঠনের ব্যাপারে কংগ্রেস এবং শিবসেনাকে সমর্থনের ব্যাপারেও জানিয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ার।

   

যদিও এখানেই থেমে থাকেননি অজিত পাওয়ারের বক্তব্যকে বিভ্রান্তিমূলক বলে তুলে ধরলেন শরদ পাওয়ার। এক কথায় একেবারে গোলমেলে অবস্থা মহারাষ্ট্রের কারণ রবিবার সকালে মহারাষ্ট্রের সদ্য নির্বাচিত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তিনি এনসিপি তে আছেন এবং এনসিপি তে থাকবেন বলে জানান একই সঙ্গে টুইটে বিজেপির সঙ্গে এনসিপি জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গঠন করবে বলে জানিয়েছিলেন।

অজিত পাওয়ারের টুইটের পর কার্যত নতুন করে আবারও নাটকীয় তাঁর মোড় নিয়েছিল, এক প্রকার সবাই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন তা হলে কি এ বার এনসিপি ও বিজেপি জোট বাঁধতে চাইছে? কিন্তু না, এনসিপি কিছুতেই শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে সমর্থন ছেড়ে জট ছাড়বে না এমনটাই জানিয়ে দিলেন এনসিপি র বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার।

সম্পর্কিত খবর