বাংলাহান্ট ডেস্কঃ লকডাউন ঘোষণা করা হল রাজস্থানে (Rajesthan)। আগামী ১০ দিন সাধারণ মানুষকে ঘর থেকে বেরোতে নিষেধ করলেন অশোক গেহলট। সীমান্ত এলাকাও থাকবে বন্ধ। শুধু মানুষের প্রয়োজনে সবজি বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে। বুধবার ১৪৪ ধারা জারি করার পর আজ সকালে লকাডাউনের সিদ্ধান্ত নিল রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
আগামী ১০ দিন অর্থাৎ ৩১ শে মার্চ পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। জনসাধারণের প্রয়োজনে পাওয়া যাবে দুধ-সহ ডেয়ারি পণ্যও। চীনের পথে হেঁটে ভারতে (India) প্রথম লকডাউন ঘোষণা করল রাজস্থান। মহামারির আকার ধারণ করা করোনা ভাইরাসের (COVID-19) জেরে বিশ্ববাসী আতঙ্কিত। আজ অর্থাৎ রবিবার সমগ্র ভারত জুড়ে জনতা কার্ফু জারি করেছে মোদী সরকার। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে বারণ করে দেওয়া হয়েছে নাগরিকদের।
ভারতে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩২ এবং মৃতের সংখ্যা ৫। ইতালি থেকে গত ৮ মার্চ ভারতে এসেছেন রাজস্থানের কয়েকজন বাসিন্দা। বিদেশ থেকে আগত রাজস্থানের ঝুনঝুনুতে একই পরিবারের ৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের জীবাণু। আক্রান্তদের জয়পুরের এমএমএস হাসপাতালে পাঠানো হয়। আক্রান্তেদের রিপোর্ট পজেটিভ আসায় আক্রান্ত পরিবারের বাসভবন থেকে ১ কিলোমিটার এলাকার মধ্যে কারফিউ জারি করে রাজস্থান সরকার।
রাজস্থানে এখনও অবধি ৪৬৭ জন সন্দেহ জনক ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৪৫ জনের রিপোর্ট নেগেটিভ বেরিয়েছে। তবে এখনও অবধি ১৮ জনের রিপোর্ট আসেনি। চীনের লকডাউনের পথ অনুসরণ করে ভারতে এখনও অবধি তিন জায়গায় লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতালি তা চীনের পস্থা অনুসরণ না করায় মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।