মিলল স্বস্তির খবর! শিক্ষা নিকেতনের সব পড়ুয়াই ফিরেছে বাড়ি

বাংলা হান্ট ডেস্কঃ স্বস্তির খবর এসেছে যে, প্রায় ৪ ঘণ্টা পর পড়ুয়ারা তাদের বাড়ি ফিরেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, দুটি বাস রুট ভুল করে অন্য রাস্তায় ঢুকে গিয়েছিল। আর এই কারণেই এই দেরি হয়। এরপর তৃতীয় বাসটিরও খোঁজ মেলে। সব পড়ুয়ারাই বাড়ি ফিরেছে। স্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক থেকে শুরু করে সবাই।

উল্লেখ্য, সল্টলেকের শিক্ষা নিকেতনের তিনটি স্কুল বাস ৪০ জন পড়ুয়াকে নিয়ে আচমকাই উধাও হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা ধরে খোঁজ পাওয়া যায়নি সেই বাসগুলির। আচমকাই এমন ভাবে পড়ুয়াদের নিয়ে স্কুল বাসের উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাভবকদের মধ্যে। জানা যায় যে, বহুবার বাস চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, যোগাযোগ করা যায়নি।

   

অভিভাবকরা চিন্তা নিয়ে স্কুলের সামনে উপস্থিত হয়ে। স্কুল কর্তৃপক্ষ দাবি করে যে, বাসটির যান্ত্রিক ত্রুটি থাকার কারণে পড়ুয়াদের বাড়ি ফিরতে দেরি হচ্ছে। তবে, বাস চালকের সঙ্গে কেন যোগাযোগ করা যাচ্ছে না, সেই নিয়ে কোনও উত্তর মেলেনি।

অভিভাবকরা জানায়, শুক্রবার স্কুল খুলেছে। আর ছুটি হয়েছে ১১টার সময়। তখন থেকে তিন ঘণ্টা কেটে গেলেও পড়ুয়ারা বাড়ি ফেরেনি। প্রাপ্ত খবর অনুযায়ী, মোট তিনটি বাসে করে ৪০ জন পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেগুলোর একটিরও খোঁজ নেই। এরপর ঘটনাস্থলে পৌছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। স্বস্তির খবর হল, সব পড়ুয়াই এখন বাড়ি ফিরেছে।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর