সিনেমার পর্দায় নয়, এবার গায়িকার বেশে নতুন ইউটিউব চ্যানেল নিয়ে হাজির মিমি

বাংলা হান্ট ডেস্ক: নির্বাচনী লড়াই, অভিনয়, সবই সামলাচ্ছেন মিমি। কেবল তাই নয়, এবার গানের জগতেও। যাদবপুরের সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে বহুদিন হল সিনেমার পর্দা থেকে বেশ দূরেই রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তিনি ফিরছেন দর্শকদের দরবারে। তবে একটু অন্যভাবে।

নিজের বহুদিনের স্বপ্নের প্রজেক্ট নিয়ে ফিরছেন মিমি চক্রবর্তী। তাঁর এই স্বপ্নের প্রজেক্টটি হল তাঁর নতুন ইউটিউব চ্যানেল। যে ইউটিউব চ্যানেলের জন্য বহু বিনিদ্র রাত কাটিয়েছেন বলে নিজেই জানিয়েছেন মিমি। অভিনেত্রীর কথায়, দিনরাত পরিশ্রমের পর তবে নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ইউটিউব চ্যানেলের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন মিমি। যেখানে লাল পোশাকে ‘হট’ লুকে ধরা পড়েছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B1rE-jUgvXC/?igshid=11lzacm2wqg9z

জানা যাচ্ছে, অভিনেত্রীর নতুন এই ইউটিউব চ্যানেলে প্রথম দেখা যাবে মিমি নিজের গলায় গাওয়া গানের অ্যালবাম। হিন্দি ও ইংরাজি ভাষায় শোনা যাবে এই গান। তবে এই প্রথম নয় এর আগে ‘মন জানে না’ ছবির জন্য ‘কেন যে তোকে’ গানটি শোনা গিয়েছিল মিমি চক্রবর্তীর গলায়। আগামী সেপ্টেম্বর মাস থেকে দেখা যাবে সাংসদ অভিনেত্রীর এই ইউটিউব চ্যানেল।

সম্পর্কিত খবর