সোস্যাল মিডিয়াতে হইচই, নতুন রূপে প্রাক্তন বিশ্বসুন্দরী

বাংলা হান্ট ডেস্ক: একেবারে নতুন রূপে সোস্যাল মিডিয়া তে চমক দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সিনেমার জগতে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি ঐশ্বর্য রাই বচ্চনকে। তবে তা বলে তাঁর চাহিদা এবং ভক্ত সংখ্যা কোনও অংশেই কমেনি। ছবিতে অভিনয় না করলেও, বিভিন্ন বাণিজ্যিক এনডর্সমেন্ট এবং ফটোশ্যুটে প্রায়ই হইচই ফেলে দেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী।

সম্প্রতি একটি নতুন পত্রিকার জন্যে কভার শ্য়ুট করলেন অ্যাশ। ফের একবার গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিলেন তিনি। Peacock নামে ওই পত্রিকার প্রচ্ছদে লাল গাউনে দেখা যাচ্ছে ঐশ্বর্যকে।

https://www.instagram.com/p/B1vzDRPBdQU/?igshid=mps8nm69qodp

https://www.instagram.com/p/B1xketXhfbd/?igshid=1tfn491a7utzf

ছবিটি নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করে ফ্যাশন ডিজাইনার শেন পিকক লেখেন, ‘ঐশ্বর্য রাই বচ্চন: এক টাইমলেস স্টার। প্রথম ম্যাগাজিনেই ঐশ্বর্য রাই বচ্চনকে পেয়ে অভিভূত The Peacock Magazine।’ এবছরই নভেম্বরে ৪৬-এ পা দেবেন ঐশ্বর্য। কিন্তু তাঁর সামনে বয়সের চাকা যেন থমকে গিয়েছে চিরতরে।

সম্পর্কিত খবর