বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের (India-Pakistan) বিরুদ্ধে সংঘর্ষ বিরতি ঘটলেও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই বজায় থাকবে। এমনটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর এর দৌলতে পাকিস্তানে (India-Pakistan) একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। সামরিক শক্তিতে চারদিনেই ভারতের কাছে মাথানত করেছে পাকিস্তান। আর এবার কূটনৈতিক দিক দিয়ে প্রতিবেশী দেশকে কোণঠাসা করতে উদ্যত হল ভারত।
পাকিস্তানের (India-Pakistan) বিরুদ্ধে এবার দলমত নির্বিশেষে একজোট ভারত
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলির সমর্থন পেয়েছে কেন্দ্র। আর এবার রাজনৈতিক একতাকে মাধ্যম করেই বিশ্বের কাছে পাকিস্তানের (India-Pakistan) স্বরূপ সামনে আনতে চাইছে ভারত। জানা যাচ্ছে, পহেলগাঁও হামলা থেকে সন্ত্রাসে পাকিস্তানের মদত দেওয়া, এই ধরণের বিষয়গুলি তুলে ধরতেই সাংসদদের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে বলে খবর।
বিভিন্ন দেশে যাবে প্রতিনিধি দল: সন্ত্রাসে মদত দেওয়া পাকিস্তানের (India-Pakistan) বিরুদ্ধে কূটনৈতিক ভাবেই পদক্ষেপ নিচ্ছে ভারত। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে একাধিক প্রতিনিধি দল গঠন করা হচ্ছে। প্রতিটি দলেই থাকবেন পাঁচ থেকে ছয় জন সাংসদ। শাসক বিরোধী সাংসদ মিলিয়ে দল গঠন করা হলেও নেতৃত্বে শুধুমাত্র এনডিএ সাংসদেরাই থাকবেন।
আরো পড়ুন : শিলিগুড়ি করিডোরের কাছেই নতুন বিমানঘাঁটির তোড়জোড়, বাংলাদেশের সহযোগিতায় এবার ‘চিকেনস নেক’এ নজর চিনের?
সন্ত্রাসের বিরুদ্ধে স্পষ্ট বার্তা কেন্দ্রের: বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লিখিত সূত্র বলছে, সাংসদদের কাছে নাকি ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রয়েছেন পুরো বিষয়টির তত্ত্বাবধানে। সূত্রের খবর বলছে, বিভিন্ন দেশে দেশে পাঠানো হবে এই সাংসদদের প্রতিনিধি দলগুলিকে।
আরো পড়ুন : ‘মোটা দাদা’ আর নেই… প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ মধুবনী, ভিডিও বার্তায় ভেঙে পড়লেন অভিনেত্রী
বিশেষজ্ঞ মহল মনে করছে, এই পদ্ধতিতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে কেন্দ্রীয় সরকার। এভাবে সব দলের সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়ে গোটা বিশ্বকে ভারত (India-Pakistan) বার্তা দিতে চাইছে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে গোটা দেশ একজোট হয়ে লড়ছে। আবার সেই সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ এর পর পাকিস্তানের প্ররোচনামূলক আচরণ গুলিও বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে ভারত। তবে সূত্র মারফত খবর ছড়ালেও এ বিষয়ে সরকারের তরফে কিছু জানানো হয়নি এখনো আনুষ্ঠানিকভাবে।