এরপরই সরকারের বিরুদ্ধে জেগে উঠল বিরোধী দলগুলি,শুরু হলো আন্দোলন, নিতে পারে বিদ্রোহের রূপ!

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : বামপন্থী সরকার, তার বিরুদ্ধে জেগে উঠেছে জনগণ। বিদ্রোহ যেন আকাশে ছুয়ে ফেলেছে। আরম্ভ করেছে বিদ্রোহ। হাজার হাজার লক্ষ লক্ষ বিদ্রোহী নেমেছে পথে। বলিভিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ।

এরই মধ্যে প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি আলোচনার প্রস্তাব দিয়েছেন বহুবার তবে প্রস্তাব ফলপ্রসূ হয়নি।

এদিকে, সেনাবাহিনী জানিয়েছে, গণতন্ত্র ও শান্তি বজায় রাখতে আন্দোলনকারীদের ওপর কোন ধরনের পদক্ষেপ নেবে না তারা। তারা শান্তিপূর্ণভাবে বিষয়টাকে দেখছে এবং বিদ্রোহীদের জন্য কোন রকম এখনো পর্যন্ত কাঁদানে গ্যাস গুলির আশ্রয় নেননি। এছাড়া, বলিভিয়ার পুলিশও বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা জানিয়েছে।

এদিকে, এই বিক্ষোভ ও আন্দোলনকে বিদ্রোহ আখ্যা দিয়ে, শিগগিরই জনগণ দুস্কৃতিকারীদের নির্মূল করবে বলে আশা প্রকাশ করেছেন বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেস। কারণে দুর্নীতি দমনের জন্যই এই আন্দোলন আর তা যদি তিনি সরকারে থেকে ঠিকমত না করতে পারেন তবে বিদ্রোহ আরো দানা বাঁধতে পারে। ষড়যন্ত্র করে বলিভিয়ার ঐক্য ও সম্প্রীতি নষ্ট করা যাবে না বলেও জানান তিনি।

সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে চার প্রধান বিরোধী দলকে আলোচনার প্রস্তাব দেন মোরালেস। কিন্তু বিরোধী দলগুলো নাছোড়বান্দা তাদের মতামত থেকে সরতে নারাজ। তারা বিক্ষোভের পথ বেছে নিয়েছে। এবং তারা হুশিয়ারি দিয়েছেন ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার। যদিও শনিবার সন্ধ্যায় দুটি দল তার এই প্রস্তাব প্রত্যাখান করে।  এখন দেখার বিষয় যে এই আন্দোলনের প্রকৃত রূপ নেয় শেষ পর্যন্ত

X