‘পড়াশুনা সব ডকে উঠে যাবে এবার’, বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত মন্ডল

বাংলাহান্ট ডেস্কঃ রবিবারই রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে রাজ্যে ফের জারি হচ্ছে করোনা বিধিনিষেধ। যেখানে বলা হয়েছে আপাতত বন্ধ থাকছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের দরজা। আর নবান্ন থেকে এমন নির্দেশিকা জারি হতেই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

এবিষয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘রাজ্যকে বাঁচানোর জন্য এমনটা করতেই হবে। বাচ্চাদের করোনা হলে, আরো সমস্যা হয়ে যাবে। তবে স্কুলে যেভাবে হয়, বাড়িতে বসে তো আর পড়াশুনা সেভাবে হয় না। তাই এতে করে পড়াশুনা সব ডকে উঠে যাবে এবার’।

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি এমন মন্তব্য করতেই শুরু হয়েছে বিতর্ক। নবান্ন থেকে রবিবারই করোনা বিধি নিষেধ জারি করার পর পরই অনুব্রত মণ্ডলের এমন মন্তব্যের জেরে কিছুটা বিপাকে পড়েছে শাসক দল।

corona lockdown

বিষয়টা হল ওমিক্রন নিয়ে আতঙ্কের মাঝেই করোনার কারণে ফের রাজ্যে বিধিনিষেধ জারি করল নবান্ন। রাজ্যের নিতুন নিয়ম অনুযায়ী, রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থাকবে বন্ধ। সমস্ত বেসরকারি অফিসে ৫০% কর্মী নিয়ে কাজ করা হবে। সন্ধ্যা ৭টার পর আর চলবে না লোকাল ট্রেন। সেলুন, স্পা, পার্ক, সুইমিং পুল সব থাকবে বন্ধ। শপিং মল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমান বাংলায় অবতরণের অনুমতি পাবে না। ৫০ জনের বেশি নিয়ে করা যাবে না সামাজিক অনুষ্ঠান। বিদেশ থেকে আসা যাত্রীদের RTPCR পরীক্ষা বাধ্যতামূলক। রাত ১০টার পর বন্ধ রাখতে হবে সিনেমা হলগুলো।

রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। একমাস স্থগিত থাকল দুয়ারে সরকার কর্মসূচি। রেস্তরাঁ, বারে ৫০ শতাংশ গ্রাহক প্রবেশের অনুমতি। লোকাল ট্রেনেও ৫০% যাত্রী যাতায়াতের অনুমতি। সন্ধ্যার পর চাকা গড়াবে না ট্রেনের। মাস্ক না পরলে জরিমানা এবং কড়া ব্যবস্থা। মুম্বাই, দিল্লি থেকে সপ্তাহে দু’দিন বিমান অবতরণ করতে পারবে।

Smita Hari

সম্পর্কিত খবর