গুজরাটে বড় ঝটকা খেল কেজরীবাল! AAP-র জয়ী ৫ বিধায়কই নাম লেখাতে চলেছেন BJP-তে

বাংলা হান্ট ডেস্কঃ বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে গুজরাট (Gujrat) বিধানসভার ফলাফল। এবার প্রথমবার গেরুয়া রাজ্যে ভোট প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (AAP)। এই নিয়েই তুঙ্গে চলছিল জল্পনা। তবে সব আসায় জল ঢেলে শুধুমাত্র পাঁচটি আসনে জয়ের মুখ দেখেছে আপ। এরই মধ্যে এবার ভোটের ফলাফল ঘোষণার তিনদিন পেরোতে না পেরোতেই গুজরাটে আরও বড় ধাক্কার মুখে আম আদমি পার্টি ওরফে আপ।

সূত্রের খবর, গুজরাটে আপের জয়লাভ করা পাঁচ আসনের বিধায়কই দল ছেড়ে যেতে চলেছেন পদ্ম ফুলে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গেছে রাজনীতির অন্দরে। ঝুলিতে মাত্র ৫ টি আসন, তাও এবার যেতে চলেছে গেরুয়া দলে! প্রসঙ্গত, ভোট পূর্বে আপ সর্বাধিনায়ক অরবিন্দ কেজরিওয়াল ভবিষ্যৎবাণী করেছিলেন, বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়লাভ করবে আপ।

তবে তার করা সেই ভবিষ্যৎবাণীতে রীতিমতো জল ঢেলে দিয়েছে ভোটের ফলাফল। মোট শতাংশের মাত্র ১৩ শতাংশ ভোট পেয়েছে আপ। তবে ভোটের হতাশাজনক ফলাফল হওয়ার পরও কার্যত হাসি মুখেই দেখা গেছে আপ প্রধানকে। তিনি জানান, গুজরাটে প্রথমবার লড়াই করতে এসেই তার দল ৫ আসন ছিনিয়ে নিয়েছে। পরবর্তী সময় ফলাফল আরও ভালো হবে বলেও দাবি করেন তিনি। তবে কেজরির এই উচ্ছ্বাস খুব শিগগিরই হতে পারে ম্লান।

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আপের সেই ৫ জন বিধায়কই বিজেপির দিকে ঝুঁকে রয়েছে। যে কোনো সময়ই হতে পারে উল্টোপুরান। যে ৫ জন এবার আপের টিকিটে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ৩ জনই পূর্বে গেরুয়া দলে ছিলেন।

bjp vs aap

অন্যদিকে, এবিষয়ে আপের বিসাভাদার কেন্দ্রের বিধায়ক ভূপৎ ভায়ানি জানান, ‘আমি এখনই দল ছাড়ছি না। তবে আমার এলাকার মানুষের সঙ্গে এ নিয়ে মতামত নিতে হবে। গুজরাটের মানুষ বিজেপিকে বিরাট সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় ফিরিয়েছে। মানুষের রায় আমাদের মাথা পেতে নিতেই হবে।’ বিধায়কের এই মন্তব্যের পরই ক্রমশ্য ঘন হয়েছে ধোঁয়াশার পাহাড়। তবে কি সত্যিই এই ৫ আপ বিধায়ক প্রত্যাবর্তন করতে চলেছে পদ্ম ফুলে? এই প্রশ্নের জবাব মিলবে সঠিক সময় এলেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর