বাংলা হান্ট ডেস্ক : সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় রীতিমত কোনঠাষা শাসকদল। একটার পর একটা মারাত্মক অভিযোগ এনেছে এলাকার মহিলারা। শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে গোটা রাজ্য। আর তখনই পাল্টা সুর চড়াতে শুরু করল শাসক তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ‘‘বঙ্গ-বিরোধী প্রচার’ বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে বিজেপিও ক্রমাগত সুর চড়াচ্ছে শাসকদলের বিরুদ্ধে। গত বুধবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কটাক্ষ শানিয়ে বলেন, ‘তৃণমূলের আমলে দলদাস পুলিশের ভূমিকা বাম আমলকেও ছাপিয়ে গিয়েছে! পুলিশের অত্যাচার সহ্যের সব সীমা ছাড়িয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সব জেলায় পুলিশ সুপারের অফিস, কমিশনারেট এলাকায় ডিসি অফিসে অবস্থান চলবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, সন্দেশাখালির স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ চরমে উঠলে সাসপেন্ড করা হয় উত্তম সর্দারকে (Uttam Sardar)। শাহজাহান (Sheikh Shahjahan) বাকিদের গ্রেফতারির দাবি জোরালো হতেই পালটা আক্রমণে নেমে পড়েছে তৃণমূল। এইদিন মন্ত্রী শশী পাঁজা ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকেই একপ্রকার অস্বীকার করে দিয়েছেন।
রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা এলাকা ঘুরে বলেছেন, ধর্ষণ বা মহিলাদের তুলে নিয়ে যাওয়ার মতো কোনও অভিযোগ পাননি। তার পরেও বিজেপি ও সিপিএম পরিকল্পিত ভাবে বাংলা-বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে!’ ওদিকে মন্ত্রী শশী পাল্টা আক্রমণ করে বলেন, ‘মণিপুরের ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন? বিজেপি নেতারা ঘৃণা ছড়াচ্ছেন।’
আরও পড়ুন : ভেঙে পড়ল প্যান্টোগ্রাফ, ট্রেন চলাচল ব্যহত কাটোয়া-ব্যান্ডেল শাখায়! কখন ঠিক হবে? চিন্তায় যাত্রীরা
চুপ বসে নেই সিপিএম ও কংগ্রেস। সন্দেশখালির সমস্ত এন্ট্রি পয়েন্ট জুড়ে ১৪৪ ধারা জারি করা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এইদিন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম প্রশ্ন তোলেন, ‘তৃণমূল বলেছিল, খেলা হবে! খেলা বন্ধ করার জন্য মহিলারা রাস্তায় নেমেছেন। তৃণমূলের মহিলা কংগ্রেস এখন বলছে সমাবেশ করতে যাবে, কী করেছে এত দিন? চোরের মায়ের বড় গলা জানতাম, মহিলা কমিশন কী করেছে?’
আরও পড়ুন : ভোটের আগে বড় ধাক্কা, কংগ্রেস ছেড়ে BJP তে নাম লেখালেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি বিভাকর
যদিও এই সমস্ত অভিযোগকে নস্যাৎ করে একটি অডিও ক্লিপ সামনে এনেছে তৃণমূল। অডিও ক্লিপটিতে অগ্নিমিত্রা পাল এবং বিজেপির ‘আইটি সেল’-এর কো-অর্ডিনেটর নেতার গলা শোনা যাচ্ছে। সন্দেশখালিতে ঘটে যাওয়া অমানবিক অত্যাচারের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদের আওয়াজ জোরালো করা যায় সেই নিয়ে আলোচনা করছেন তারা। এই অডিও-র ভিত্তিতেই তৃণমূল দাবি করছে, সন্দেশখালির ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে।
আরও পড়ুন : জ্ঞানবাপীতে প্রথমবার পুজো দিলেন যোগী! দাবি করলেন আরও ৩টি গ্রামের, আদিত্যনাথের মন্তব্যে শোরগোল
যদিও অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে অডিওর কথা তৃণমূল বলছে তা গোপন রাখার কোনও অভিপ্রায় নেই। তিনি বলেন, ‘তৃণমূলের নেতারা রোজ রাতে গ্রামের মহিলাদের সম্মান লুট করতে তাদের বাড়িতে ডেকে নিয়ে যেতেন, এই বর্ণনা আমরা বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব। বাংলার মা-বোনেদের গিয়ে গিয়ে বলব তৃণমূল এক হাজার টাকার বিনিময় মহিলাদের সম্ভ্রম লুট করে। এটা কি অপরাধ?’