পাকিস্তান ক্রিকেট দলের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, এল বড়সড় হুমকি।

বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যে কয়েকদিন পরে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড বনাম পাকিস্তানের সিরিজ রয়েছে। সেই সিরিজ খেলতে ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে পাড়ি দিয়েছে। একের পর এক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হচ্ছে। যে সব ক্রিকেটারের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসছে তারা যোগদান করছেন দলের সঙ্গে। তবে এখনই তারা মাঠে নামতে পারছেন না। প্রথমে কয়েকদিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তারপর তারা মাঠে নামবেন। তবে কোয়ারেন্টিনে থেকে তারা হয়তো করোনার হাত থেকে রক্ষা পাচ্ছে কিন্তু বিতর্ক এবং হুমকি যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের।

ব্রডশিট এলএলসি নামে একটি সংস্থা পাকিস্তান ও ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর কাছ থেকে প্রায় 33 মিলিয়ন ডলারেরও বেশি অর্থ পায়। পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে এই বিরাট পরিমাণ অর্থ দিতে পারেনি সেই সংস্থাকে। ওই সংস্থা পাকিস্তান কাউন্সেল ‘অ্যালেন অ্যান্ড ওভারি’ কে এই টাকা ফেরৎ দেওয়ার ব্যাপারে চিঠিও পাঠিয়েছিল। কিন্তু গত কয়েক মাস হয়ে গেলেও সেই চিঠির কোনো প্রকার উত্তর দেয়নি পাকিস্তান। এমনকি টাকা দেওয়ার ব্যাপারেও বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি পাকিস্তান।

105678999b6f30d0014a074fcee999c5868d20d1676330436d15973813edb90ba9331988f

ইতিমধ্যে পাকিস্তান ও ন্যাবের বিরুদ্ধে ওই সংস্থা আদালতে মামলা দায়ের করেছিল। সেই মামলায় জয়লাভ করেছে ওই সংস্থায়। তারপর আদালত নির্দেশ দিয়েছে পাকিস্তান জাতীয় দলের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়ার। এখনো পর্যন্ত সেই সংস্থা কোন পদক্ষেপ গ্রহণ না করলেও এবার কার্যত হুমকির সুরে তারা বললেন যে, যেকোনো দিন তারা পাকিস্তান ড্রেসিংরুমে হানা দিয়ে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারে।

Udayan Biswas

সম্পর্কিত খবর