বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে পিছিয়ে গেল ভারতীয় ফুটবল দলের ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপ এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ গুলি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 8 ই অক্টোবর ভারতীয় ফুটবল দলের হোম ম্যাচ ছিল কাতারের বিরুদ্ধে, তারপর 17 ই নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা কথা ছিল ভারতের ও 12 ই নভেম্বর অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হত ভারত।
কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে যে হারে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে তার জেরে এই সমস্ত ম্যাচ গুলি পিছিয়ে দেওয়া হয়েছে। এএফসি এবং ফিফা মিলিত ভাবে বৈঠক করে জানিয়েছে এই ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে আগামী বছর।
এফসির ওয়েবসাইটে বলা হয়েছে এই মুহূর্তে বিভিন্ন দেশে যে হারে করানো সংক্রমণ বেড়ে চলেছে তার জেরে ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ গুলি এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হল। তবে পরের বছর ম্যাচ গুলি কবে অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি।