বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের গোটা ঢালিউডে (Dhallywood) রাজ করেন একজনই তিনি হলেন বাংলাদেশের (Bangladesh) ‘রাজকুমার’ শাকিব খান (Shakib Khan)। সিনেমাহলে তাঁর সিনেমা আসা মানেই হাউসফুল। মুহুর্মুহু হাততালি আর সিটিতে ফেটে পড়ে গোটা হল। তাই এই মুহূর্তে বাংলাদেশের প্রায় সব প্রযোজক-পরিচালকদের প্রথম পছন্দ শাকিব (Shakib Khan)। এখন বাংলাদেশের সিনেমা নির্মাতারা চাইছেন শাকিব খানকে (Shakib Khan) দিয়েই সিনেমা হিট করাতে।
বাংলাদেশের ‘রাজকুমার’ শাকিব খানের (Shakib Khan) পারিশ্রমিক:
তাই এই বাংলাদেশের সুপারস্টারই এখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র লাকি চার্ম। তাই যে কোনো মূল্যে তাঁকে বাজি ধরছেন সে দেশের নির্মাতারা। এমনকি তাঁর নামে নাকি ব্ল্যাঙ্ক চেক লিখে দিতেও দুবার ভাবছেন না প্রযোজকরা। এমনিতেই তারকাদের ব্যক্তিগত জীবন থেকে অভিনয় জীবন সবকিছু নিয়েই বিরাট কৌতূহল থাকে অনুরাগীদের।
আর শাকিব খানের মতো তারকাকে নিয়ে তো বাংলাদেশের সিনেমা প্রেমীদের মধ্যে পাগলামিটা একটু বেশিই চোখে পড়ে। এককথায় শাকিব বলতে পাগল সে দেশের মহিলা-পুরুষ নির্বিশেষে সমস্ত অনুরাগী। দীর্ঘ দু’দশক ধরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে ঢালিউড কাঁপাচ্ছেন এই সুপারস্টার। শাকিব এখন বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত তারকা। বছরে কোটি কোটি টাকা আয় করেন তিনি।
অথচ জানলে অবাক হবেন অভিনয় জীবনের শুরুর দিকে একাধিক সিনেমায় বিনা পারশ্রমিকেই কাজ করেছেন অভিনেতা।দীর্ঘদিনের এই অভিনয় জীবনে শাকিব প্রায় ১৮০টি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত একাধিক সিনেমা ‘ব্লক বাস্টার’ সুপার হিট। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’র সিনেমার হাত ধরে ঢালিউডে প্রথম হাতেখড়ি হয়েছিল শাকিব খানের। শাকিব তাঁর কর্মজীবনে মোট চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে আরও একাধিক পুরস্কার।
আরও পড়ুন: গোমাংস বিতর্ক অতীত! ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে স্বস্তি পেলেন সুদীপা?
কিন্তু এত বড়মাপের একজন তারকার পারিশ্রমিক কত? তা নিয়ে অনুরাগীগের কৌতূহলের কমতি নেই। প্রথমদিকে একাধিক সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয় করলেও পরিচিতি হওয়ার পর ছবিপিছু শাকিবের পারিশ্রমিক ছিল ৩০ হাজার টাকা। পরে খ্যাতির শিখরে পৌঁছতেই পারিশ্রমিক বেড়েছে ঢালিউড কিংয়ের। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর, এখন প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক হিসাবে ৬০ থেকে ৭০ লাখ টাকা পান এই অভিনেতা।
এছাড়াও তাঁর উপার্জনের অন্যতম উৎস বাংলাদেশের একাধিক বিজ্ঞাপন। জানা যায় শুধু বিজ্ঞাপনের জন্যই শাকিব দেড় থেকে ৪ লাখ টাকা পারিশ্রমিক পান। এছাড়াও স্টেজ শো বা টেলিভিশনে অনুষ্ঠান করার জন্যও আলাদা পারিশ্রমিক পান সুপার স্টার। সব মিলিয়ে বছরে মোট দেড় কোটির বেশি আয় করেন শাকিব খান। এছাড়াও এসকে ফ্লিমস নামে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। সূত্রের খবর বাংলাদেশের মুদ্রায় প্রায় ২১৫ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।