পেটের দায়ে মায়ের সাথে লজেন্স বিক্রি করেছেন! আজ তিনিই দাপুটে অভিনেত্রী সুদীপা

বাংলা হান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের অত্যন্ত দাপুটে অভিনেত্রী হলেন সুদীপা বসু (Sudipa Basu)। বাংলা সিনেমা থেকে সিরিয়ালের জগতে অবাধ যাতায়াত এই অভিনেত্রীর। দীর্ঘদিনের অভিনয় জীবনে কাজ করে ফেলেছেন একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মেও। একসময় থিয়েটারের হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল সুদীপার (Sudipa Basu)।

অভিনয়ে আসার আগে কি করতেন সুদীপা বসু (Sudipa Basu)?

তাঁর  সুনিপুণ অভিনয়ের দক্ষতাই বারবার মন ছুঁয়েছে দর্শকদের। ছোট পর্দা থেকে  বড় পর্দা কিংবা ওয়েব সিরিজ সর্বক্ষেত্রেই নিজস্ব অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন সুদীপা (Sudipa Basu)। তবে এখানে বলে রাখিসিনেমার পর্দায় একজন অভিনেত্রীর জীবন যতটা সহজ এবং সুন্দর দেখায় বাস্তবে কিন্তু তা নয় একেবারেই।

আসলে ক্যামেরার সামনে অভিনেত্রীদের হাসি মুখের আড়ালেই লুকিয়ে থাকে তাদের জীবনের নানার সুখ দুঃখের কাহিনী। যদিও ছোট থেকে অভিনয় করার কথা ভাবেননি এই অভিনেত্রী। তবে ছোট থেকেই নাচ গান করতে পছন্দ করতেন তিনি। পরবর্তীকালে একটি স্থানীয় থিয়েটার গ্রুপে অভিনয় করতে গিয়েই অভিনয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন সুদীপা।

সুদীপার অভিনয় জীবনে হাতেখড়ি হয়েছিল অঞ্জন দত্তের হাত ধরেই। জানা যায়,খুব ছোটবেলাতেই অভিনেত্রীর বাবার মৃত্যু হয়েছিল। তারপর তাঁদের  তিন বোনকে নিয়ে একপ্রকার পথে বসতে হয়েছিল সুদীপার মা’কে। অভাবের সংসারে পেটের ভাত জোগাড় করতেই সেসময় মায়ের সাথে রাস্তায় ঘুরে ঘুরে লজেন্স-বিস্কুট ইত্যাদি বিক্রি করতেন সুদীপা।

আরও পড়ুন : ‘নীম ফুলের মধু’র তিন্নি ফিরছেন নতুন রূপে! এবার নায়িকা নাকি খলনায়িকা হচ্ছেন নবনীতা?

তারপর একসময় সুদীপার মাথার ওপর থেকেও  সরে যায় মায়ের হাত ও। মায়ের মৃত্যুর পর একপ্রকার একা হয়ে যান অভিনেত্রী। একটা সময় অভিনয়কে পেশা করার আগে কোনো  ম্যানেজমেন্টের কোর্স ছাড়াই কলকাতার একটি নামই হোটেলে কাজ করার সুযোগ পেয়েছিলেন সুদীপা।

Sudipa 1 1

তাঁর  অভিনীত প্রথম সিরিয়াল ছিল ‘এবার জমবে মজা’। এছাড়াও ‘এক আকাশের নীচে’, ‘একদিন প্রতিদিন’ কিংবা ‘দুর্গা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা এবং ওয়েব সিরিজেও প্রশংসিত হয়েছে সুদীপার অভিনয়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর