আপনাকে কি কেউ গোপনে ভালোবাসে! এই ৫ লক্ষণই ফাঁস করবে সিক্রেট

বাংলা হান্ট ডেস্ক : ভালোবাসা (Love) কোথায়, কখন হয়ে যায় সেকথা কেউই জানে না। এটা এমন একটা পাগল রোগ কখন মানুষকে আক্রান্ত করে সেকথা কেউই জানতে পারবে না। অনেকসময় দেখা যায়, আপনাকে কেউ গোপনে ভালোবাসছে (Love) কিন্তু আপনিই জানেন না। এমনকি তার সাথে হয়তো দিনের অর্ধেকটা সময়ই কাটাচ্ছেন, গল্প করছেন, ঘুরছেন অথচ তার চোখের ভাষাই বুঝতে পারছেন না। এমনকি সেও আপনাকে গোপনে ভালোবাসে (Love) কিন্তু বলে উঠতে পারছে না।

ভালোবাসার (Love) ৫ লক্ষণ

তাই অপর দিকের ব্যক্তির মনের ভাষা বুঝতে গেলে এই ৫টি লক্ষণ খেয়াল করুন। এই ৫টি লক্ষণই বলে দেবে ওই ব্যক্তি আপনার প্রেমে কতটা পাগল। না জানলে হারাতে হবে ভালোবাসার মানুষটিকে।

  • ভালবাসার ৭টি লক্ষণ কি কি?

১. আই কন্ট্যাক্ট:

যদি কেউ আপনার প্রেমে পড়ে তাহলে দেখবেন ওই ব্যক্তি আপনার দিকে সর্বক্ষণ তাকিয়ে আছে। আপনার হাসি, কথা বলা সবকিছু ধৈর্যের সাথে দেখতে থাকে। মাঝেমধ্যে সরাসরি আপনার চোখের দিকে গভীর ভাবে তাকায়। আবার ধরা পড়ে গেলেই, চোখের ভাষা লুকাতে থাকেন। আর এমন করতে দেখলে বুঝুন, সামথিং, সামথিং।

২. শরীরের ভাষা:

আপনাকে গোপনে ভালোবাসে মানুষটির সবার আগে শরীরের ভাষা বোঝার চেষ্টা করুন। কথা বলার সময় যদি ঐ ব্যক্তি আপনাকে বারবার কোন বিশেষ কিছু সম্বোধন করে থাকেন, তাহলে তার পিছনে নিশ্চয়ই বিশেষ কোন কারণ রয়েছে। এমনকি কথা বলার সময় যদি বারবার আপনার দিকে ঝুঁকে কথা বলে, তাহলে কোন ব্যাপার রয়েছে।

আরও পড়ুন : একি পরেছেন উরফি! উদ্ভট পোশাক দেখে কেঁদেই ফেললে এক খুদে, লজ্জায় লাল অভিনেত্রী

৩. নার্ভাসনেস:

আপনি যখন নিজের পছন্দের ব্যক্তি সামনে থাকেন তখন নার্ভাস ফিল করেন। এই ক্ষেত্রেও যদি আপনাকে কেউ খুব করে চায় তাহলে আপনার সামনে নার্ভাস হতে থাকে। কথার মধ্যে জড়তার সৃষ্টি হয়, মনে অস্থিরতা দেখা যায়।

Love

৪. আপনার প্রতি বিশেষ কেয়ার:

আপনাকে যখন কেউ মন থেকে ভালোবাসলে তখন আপনার প্রতি তার একটু বিশেষ খেয়াল রাখে। ছোট্ট ছোট্ট বিষয়গুলির প্রতি বিশেষ যত্ন নেয়। এমনকি আপনাকে ভালো রাখার জন্য নানাভাবে চেষ্টা করে। আর এটা কোনো সাধারণ লক্ষণ নয়।

৫. প্রশংসা:

সবথেকে বেশি যে লক্ষণের উপর খেয়াল রাখবেন সেটি হচ্ছে প্রশংসা। কোনো ব্যক্তি যখন আপনার চেহারা, দক্ষতা, ব্যক্তিত্ব যেকোন জিনিস নিয়ে প্রশংসা করেন তাহলে বিষয়টিই একটু হলেও ভেবে দেখুন। কারণে কোনো ব্যক্তি তখনই আপনার প্রশংসা করে যখন আপনার প্রতি বিশেষ কিছু অনুভূতি রয়েছে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর