বাংলা হান্ট ডেস্ক : লাগাতার সোনার দাম (Gold Price) কমায় বেশ ভালোই হচ্ছিল সোনা-প্রেমীদের। ভালো বিক্রীবাটাও হচ্ছিল বিক্রেতাদের। উৎসবের মরশুমে সোনা সস্তা হওয়ায় বেশ স্বস্তি পেয়েছিলেন আমজনতা। বিশেষ করে সোনায় সোহাগা হয়ে উঠেছিলেন সোনাপ্রেমীরা। গনেশ চতুর্থী পর্যন্ত মধ্যবিত্তের হাতের নাগালেই ছিল হলুদ ধাতুর দাম (Gold Price)। কিন্তু গণেশ পুজোর রেশ কাটতে না কাটতেই আবার বাড়তে শুরু করেছে সোনার দাম (Gold Price)।
কলকাতায় সোনার দাম (Gold Price) কত?
যার ফলে দুর্গাপুজোর আগে এখন আবার ‘স্ত্রীধন’ নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। লাগাতার সোনা সস্তা হওয়ার পর বুধবার আবার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম। বৃহস্পতিবারেও বজায় থাকলেও সেই একই ছবি। লক্ষীবারেই আবার আকাশ ছোঁয়া হলো হলুদ ধাতু। পাল্লা দিয়ে দাম বাড়লো রুপোরও। তাই পুজোর মুখে কেনাকাটা করতে গিয়ে যদি কারও সোনা কেনার পরিকল্পনা থেকে থাকে তাহলে এক নজরে দেখে নিন কলকাতায় আজকের সোনার বাজার দর কত রয়েছে।
- ১৮ ক্যারেটের সোনার দাম কত ?
আজ লক্ষ্মী বারেও সোনার দামে এসেছে বিরাট পরিবর্তন। আজকের দিনে কলকাতায় ১৮ ক্যারেটের ১ গ্রাম ওজনের সোনার দাম বেড়ে হয়েছে ৫ হাজার ৪৯৫ টাকা। এরফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে মোট ৫৪ হাজার ৯৫০ টাকা।
- ২২ ক্য়ারেট সোনার দামনা কত ?
আজ অর্থাৎ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেটের ১ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৬ হাজার ৭১৬ টাকায়। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের সোনার দাম বেড়ে হল ৬৭ হাজার ১৬০ টাকা।
আরও পড়ুন : কত লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন সুকন্যা? কী কী শর্তে মঞ্জুর হল জামিন? জানলে থ হয়ে যাবেন
- ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) কত ?
একইসাথে বৃহস্পতিবার দাম বেড়েছে ২৪ ক্যারেটের সোনারও। কলকাতায় আজ ১ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ৩২৬ টাকায়। এছাড়াও ১০ গ্রাম ওজনের সোনা কিনতে গেলে খরচ হবে মোট ৭৩ হাজার ২৬০ টাকায়।
- রুপোর দাম কত ?
সোনার সাথেই আবার দামি হল রুপোও। জানা যাচ্ছে আজ ১০০ গ্রাম বিক্রি হচ্ছে ৮ হাজার ৬৬০ টাকা। এরফলে ১ কেজি রুপো কিনতে খরচ হবে মোট ৮৬ হাজার ৬০০ টাকা। অর্থাৎ একলাফে আজ ৫০০ টাকা দাম বাড়লো রুপোর।