একলাফে ১৩ হাজার! রকেটের গতিতে বাড়ছে দাম, মাথায় হাত সোনা বিক্রেতাদের

বাংলা হান্ট ডেস্ক : পুজোর মুখেই আবার এল খারাপ খবর। এক ধাক্কায় রকেটের গতিতে বাড়লো সোনার দাম (Gold Price)। হুড়মুড়িয়ে সোনার দাম (Gold Price) বাড়তে থাকায় মাসের মাঝামাঝি সময়েই কার্যত মাথায় হাত সোনার ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই। প্রসঙ্গত সেপ্টেম্বরের শুরুর দিকে হুড়মুড়িয়ে দাম কমেছিল সোনার। তাই এই সুযোগে যারা সোনা কিনে রেখেছেন তারাই হয়েছেন বিরাট লাভবান।

কলকাতায় সোনার দাম কত?

আশঙ্কাকে সত্যি করে এদিন আচমকাই হল ছন্দপতন! গণেশ পুজোর পর থেকেই লাফিয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম (Gold Price)।  লক্ষ্মীবাড়ের পর আজ শুক্রবার ১৩ সেপ্টেম্বরও তার ব্যতিক্রম হল না। জানলে অবাক হবেন, আজকের দিনে এক লাফে সোনার দাম বেড়েছে ১৩ হাজার। এতদিন একটু একটু করে সোনার দাম বাড়লেও কখনও  এতটা দামি হয়নি হলুদ ধাতু। পাল্লা দিয়ে আজ দাম বেড়েছে রুপোর-ও। আসুন তাহলে দেখে নেওয়া যাক, দুর্গাপুজোর ঠিক আগেই কলকাতায় কতটা দাম বাড়লো সোনার?

  • ১৮ ক্যারেটের সোনার দাম কত ?

শুক্রবার ১৩ সেপ্টেম্বর একধাক্কায় অনেকটাই দাম বাড়ল সোনার। আজকের দিনে কলকাতায় ১৮ ক্যারেটের ১ গ্রাম ওজনের সোনার দাম বেড়ে হয়েছে ৫ হাজার ৫৮৪ টাকা। এরফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে মোট ৫৫ হাজার ৮৪০ টাকা। একইভাবে আজকের দিনে ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৫৮ হাজার ৪০০ টাকা। যার ফলে একদিনেই, ১৮ ক্যারেট সোনার দাম বাড়ল ৯ হাজার ৮০০ টাকা।

  • ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

কলকাতায় আজকের দিনে ২২ ক্যারেটের সোনার দামে এসেছে বড়সড় পরিবর্তন। জানা যাচ্ছে আজ ১ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে ৬ হাজার ৮২৫ টাকায়। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের সোনা কিনতে খরচ হবে ৬৮ হাজার ২৫০ টাকা। একইভাবে আজ ১০০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ আজ একদিনেই সোনার দাম বেড়েছে ১২০০০ টাকা।

আরও পড়ুন : ছুঁলেই আগুন সোনা! লক্ষ্মীবারে আরও ঊর্ধ্বমুখী ‘হলুদ ধাতু’

  • ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) কত ?

একধাক্কায় দাম বেড়েছে ২৪ ক্যারেটের সোনারও। কলকাতায় আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ৪৪৫ টাকায়। এরফলে ১০ গ্রাম ওজনের সোনা কিনতে গেলে খরচ হবে মোট ৭৪ হাজার ৪৫০ টাকা। একই মানের ১০০ গ্রাম সোনার দাম আজ বেড়ে হয়েছে ৭ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা। এরফলে আজ ২৪ ক্য়ারেটের সোনার দাম একলাফে বেড়েছে ১৩ হাজার টাকা ।

Gold Price

  • রুপোর দাম কত ?

সোনার সাথেই আবার দামি হল রুপোও। জানা যাচ্ছে আজ ১০০ গ্রাম বিক্রি হচ্ছে ৮ হাজার ৯৫০ টাকায়। এরফলে ১ কেজি রুপো কিনতে খরচ হবে মোট ৮৯ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একলাফে আজ ৩ হাজার টাকা দাম বাড়লো রুপোর।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর