এই তো সুযোগ! কোজাগরী লক্ষ্মী পুজোর আগেই সোনার দামে এল অবিশ্বাস্য পরিবর্তন

বাংলা হান্ট ডেস্ক : আজ রাত পোহালেই কাল লক্ষ্মী পুজো। বাংলার ঘরে ঘরে শুরু হয়ে যাবে মা লক্ষ্মীর আরাধনা। হিন্দু পুরান মতে দেবী লক্ষ্মী হলেন ধনসম্পত্তি ও সৌন্দর্য্যের প্রতীক। আর লক্ষ্মী পুজোর আগেই সোনার দামে (Gold Price) এল আমূল পরিবর্তন। ধনদেবীর মর্ত্যে আগমনের আগেই বেশ খানিকটা সস্তা হলো সোনা (Gold Price)।

কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

আজ মঙ্গলবার ১৫ অক্টোবর সোনার দামে (Gold Price) এলো অবিশ্বাস্য পরিবর্তন। তাই এটাই সুযোগ! উৎসবের মরশুমে সোনা কেনার সুযোগ হাতছাড়া করবেন না ভুলেও। আজকের যদি আপনারও সোনার কেনার পরিকল্পনা থেকে থাকে তাহলে আসুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

২৪ ক্যারেট সোনার দাম কত?

কোজাগরী লক্ষ্মী পুজোর আগেই আরও সস্তা হল সোনালী ধাতু। আজ মঙ্গলবার ৫ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ৭ হাজার ৫৪৫ টাকা। কেউ যদি আজকের দিনে খাঁটি সোনা কিনতে চান তাহলে কলকাতায় ১ ভরি অর্থাৎ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭৫ হাজার ৪৫০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম কত?

পুজো শেষ হতেই স্বস্তি পেলেন সোনা প্রেমীরা। আজ অর্থাৎ মঙ্গলবার ১৫ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ১৭০ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭১ হাজার ৭০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম কত?

সস্তায় সোনা কিনতে চাইলে কিনতে পারেন ১৮ ক্যারেটের সোনা। কলকাতায় আজ ১ গ্রাম ওজনের সোনার দাম ৫ হাজার ৮৮৫ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৫৮ হাজার ৮৫০ টাকা।

আরও পড়ুন : দেখা দিয়েছিলেন স্বয়ং মা! শিহরণ জাগাবে উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোর এই অলৌকিক কাহিনী

২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী?

এখানে বলে রাখি ২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে রয়েছে একটা বিশেষ পার্থক্য। কী সেই পার্থক্য? বিশেষজ্ঞদের মতে, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। অর্থাৎ ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রুপো, দস্তা মিশিয়ে গয়না তৈরি করা হয়। আর এই কারণেই ২৪ ক্যারেটের সোনা দিয়ে কোন গয়না তৈরি করা যায় না। তাই অধিকাংশ বিক্রেতারাই ২২ ক্যারেটের সোনা বিক্রি করেন।

Gold 1 2

আজ কলকাতায় রুপোর দাম কত?

কেউ যদি আজই রুপো কেনার কথা ভাবেন তাহলে এখনই দেখে নিন রুপোর দাম। জানা যাচ্ছে, আজকের দিনে কলকাতায় ১ কেজি ওজনের রুপো কিনতে খরচ হবে মোট ৮৯ হাজার ৯১৭।

প্রসঙ্গত উল্লেখ্য উপরে যে দামের কথা বলা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। উপরে উল্লিখিত এই সোনা- রুপোর দামের সঙ্গে যুক্ত হবে আরও ৩ শতাংশ GST।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর