বাংলা হান্ট ডেস্ক : সোনা মানে অত্যন্ত মূল্যবান ধাতু। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত লাফিয়ে বেড়ে চলেছে এই হলুদ ধাতুর দাম (Gold Price)। চলতি মাসের শুরু থেকেই লাগাতার একটু একটু করে সস্তা হতে শুরু করেছিল সোনা (Gold)। কিন্তু গণেশ চতুর্থীর পর থেকেই আবার ঊর্ধ্বমুখী এই স্ত্রীধন (Gold Price)। তাই এই উৎসবের মরশুমে এবার সোনাই চলে গেল মধ্যবিত্তের নাগালের বাইরে।
পুজোর আগে সোনার দামে (Gold Price) বিরাট পরিবর্তন
দুর্গাপুজোর মরশুমেও তাই মুখ ভার সোনা প্রেমীদের। প্রসঙ্গত শুধু শখের বসে কিংবা অলংকার হিসেবেই নয়। ভবিষ্যতে ভালো লাভ করার আশায় অনেকেই সোনার বার কিংবা কয়েন কিনে রাখেন। তাই বহুদিন আগে থেকেই সঞ্চয়ের দিক দিয়েও সোনা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত কয়েকদিনে যেভাবে সোনার দাম (Gold Price) বেড়ে চলেছে তার ফলে এখন বাজারে এই হলুদ ধাতু ছুঁলেই যেন হাতে ছাঁকা লাগার জোগাড়। পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোর-ও। আসুন দেখে নেওয়া যাক আজ সপ্তাহের শুরুর দিনে কলকাতায় কত দামে বিক্রি হচ্ছে সোনা-রূপো ?
- ২২ ক্য়ারেট সোনার দাম কত ?
কলকাতায় আজকের দিনে ২২ ক্যারেটের সোনার দামে এসেছে বড়সড় পরিবর্তন। গতকাল ১৫ সেপ্টেম্বর রবিবার ১০ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৮ হাজার ৬৫০ টাকা ৷ যা আজ সোমবার ১৬ সেপ্টেম্বর বেড়ে হয়েছে ৬৮ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে সোনার দাম বেড়েছে ১৫০ টাকা ৷
আরও পড়ুন : পরনে আসল মাছের পোশাক! মডেলের কান্ড দেখে তাজ্জব দুনিয়া… বিশেষ পরামর্শও দিল নেটপাড়া
- ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) কত ?
একধাক্কায় দাম বেড়েছে ২৪ ক্যারেটের সোনারও। কলকাতায় রবিবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭৪ হাজার ৪৯০ টাকা ৷ যা আজ সোমবার ১৬ সেপ্টেম্বর বেড়ে হয়েছে ৭৫ হাজার ০৫০ টাকা। অর্থাৎ একদিনে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা ৷
- রুপোর দাম কত ?
সোনার সাথেই আবার দামি হল রুপোও। জানা যাচ্ছে রবিবার ১ কিলোগ্রাম রুপোর দাম ছিল ৯২ হাজার টাকা ৷ যা আজ ১০০০ টাকা বেড়ে হয়েছে ৯৩ হাজার টাকা।