সোনার দাম দেখলেই মিলিয়ে যাবে মুখের হাসি! আজ কলকাতায় কত টাকা ভরী?

বাংলা হান্ট ডেস্ক : উৎসবের মরশুমেও আবার বাড়ল সোনার দাম (Gold Price)। ভারতীয়দের কাছে সোনা মানেই অত্যন্ত্য শুভ। তাই সোনা ছাড়া এককথায় অসম্পূর্ণ যে কোনো উৎসব-অনুষ্ঠান। বিশেষ করে ধনতেরাস মানেই সোনার কেনার হুড়োহুড়ি পড়ে যায়। আর বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ!

কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

দুর্গা পুজো লক্ষ্মী পুজোর এবার সামনেই আসছে কালী পুজো। একইদিনে সারাদেশ জুড়ে পালন করা হয় আলোর উৎসব। এই মরশুমেই আবার ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price)। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ কলকাতায় কত হল সোনা (Gold Price)-রুপোর দাম?

২২ ক্যারেট সোনার দাম কত?

ধনতেরাসের আগেই আবার ঊর্ধ্বমুখী  সোনার দাম। আজ অর্থাৎ মঙ্গলবার ২২ অক্টোবর কলকাতায় ১  গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনা দাম ৭ হাজার ৩০১ টাকা। এরফলে  ১০ গ্রাম ওজনের হলমার্ক যুক্ত সোনার দাম পড়বে ৭৩ হাজার ১০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম কত?

উৎসবের মুখে আবার আগুন খাঁটি সোনার দাম। মঙ্গলবার ২২ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ৯৬৫ টাকায়। তাই আজকের দিনে কলকাতায় ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ৭৯ হাজার ৬৫০ টাকা।

২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী?

তবে যারা গয়না কিনবেন তাদের জন্য ২২ ক্যারেটের সোনা নেওয়াই ভালো। কারণ  ২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে রয়েছে একটা বিশেষ পার্থক্য। আসলে ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। কিন্তু সামান্য খাদ না থাকলে তা দিয়ে গয়না তৈরী করা যায় না।  তাই ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে যেহেতু ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রুপো, দস্তা মিশিয়ে গয়না তৈরি করা হয়, তাই অধিকাংশ গয়না বিক্রেতারাই ২২ ক্যারেটের সোনা বিক্রি করেন।

আরও পড়ুন : ধনতেরাসের আগে ঊর্ধ্বমুখী সোনার দাম! কলকাতার লেটেস্ট প্রাইস কত?

 ১৮ ক্যারেট সোনার দাম কত?

যে হারে সোনার দাম বাড়ছে তাতে বাজেটের কথা ভেবেই অনেকে ১৮ ক্যারেটের সোনা কেনার কথা ভাবছেন। আজ কলকাতায়  ১ গ্রাম ওজনের  ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫ হাজার ৯৭৪ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৫৯  হাজার ৭৪০ টাকা।

Gold Price

আজ কলকাতায় রুপোর দাম কত?

প্রসঙ্গত আজ শুধু সোনা নয়, সেইসাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোর-ও। কেউ যদি আজই রুপো কেনার কথা ভাবেন তাহলে এখনই দেখে নিন রুপোর দাম। আজ কলকাতায় ১ কেজি রুপোর দাম  ১ লক্ষ ১ হাজার ১০০ টাকা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর