বাংলা হান্ট ডেস্ক : ধনতেরাসের আগে একেবারে লাগামছাড়া সোনার দাম (Gold Price)। গতকাল অর্থাৎ বুধবার যদিওবা সামান্য হলেও সোনার দাম (Gold Price) কমেছিল রাত পেরোতেই আজ অর্থাৎ বৃহস্পতিবার আবার ঊর্ধ্বমুখী হল সোনার দাম (Gold Price)। লক্ষ্মীবারেই কার্যত আগুন সোনার দাম। কিন্তু দাম (Gold Price) বাড়লেও কিন্ত সোনা প্রেমীদের সোনা কেনায় খামতি নেই।
কলকাতায় সোনার দাম (Gold Price) কত?
দামের কথা চিন্তা না করেই ধনতেরাসেরর আগে অনেকেই সোনা কিনতে ছুটছেন দোকানে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনার দাম কত। তাছাড়া সোনার সাথেই পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোর। অসুন তাহলে দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা-রুপোর দাম কত?
১৮ ক্যারেট সোনার দাম কত?
যে হারে সোনার দাম বাড়তে শুরু করেছে তাতে বাজেটের কথা ভেবেই অনেকে ১৮ ক্যারেটের সোনা কেনার কথা ভাবছেন। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৬ হাজার ৭ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৬০ হাজার ৭০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম কত?
আজ অর্থাৎ ২৪ অক্টোবর লক্ষ্মীবারেও বেশ চড়া সোনার দাম। আজকের দিনে কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনা দাম রয়েছে ৭ হাজার ৩৪১ টাকা। এরফলে ১০ গ্রাম ওজনের হলমার্ক যুক্ত সোনার দাম পড়বে ৭৩ হাজার ৪১০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম কত?
ধনতেরাসের আগেই আবার আগুন হল সোনার দাম। আজ অর্থাৎ বৃহস্পতিবার ২৪ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ হবে ৮ হাজার ৮ টাকা। একইভাবে সমমানের ১০ গ্রাম ওজনের সোনার দাম পড়বে ৮০ হাজার ৮০ টাকা।
আরও পড়ুন : জয়া বচ্চনের জন্যই সিনেমায় নামেন তাপস পাল, কিভাবে? ভাইরাল পুরনো ভিডিও
২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী?
তবে এখানে বলে রাখি যেহেতু উৎসবের মওসুম তাই অধিকাংশ মানুষই এখন সোনার গয়না কেনার প্রতিই বেশি আগ্রহী। তাই তাদের ২২ ক্যারেটের সোনা নেওয়াই ভালো। অনেকেই হয়তো জানেন না ২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে রয়েছে একটা বিশেষ পার্থক্য। আসলে ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। কিন্তু সামান্য খাদ না থাকলে তা দিয়ে গয়না তৈরী করা যায় না। তাই ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে যেহেতু ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রুপো, দস্তা মিশিয়ে গয়না তৈরি করা হয়, তাই অধিকাংশ গয়না বিক্রেতারাই ২২ ক্যারেটের সোনা বিক্রি করেন।
আজ কলকাতায় রুপোর দাম কত?
সোনার সাথেই পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোর। আজকের দিনে কেউ যদি রুপো কেনার কথা ভাবেন তাহলে এখনই দেখে নিন রুপোর দাম। আজ কলকাতায় ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৪ হাজার ১০০ টাকা।