বাংলা হান্ট ডেস্ক : শুধু আজকের দিনে নয় যুগ যুগ ধরেই সোনা মানেই অত্যন্ত মূল্যবান একটি ধাতু। নারীর অলংকার তো বটেই সোনা ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই হলুদ ধাতু স্ত্রীধন নামে পরিচিত হলেও নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছেই সোনা মানেই খুব দামি (Gold Price)। তবে একথা ঠিক সোনার প্রতি মেয়েদের দুর্বলতা কিন্তু একটু বেশিই থাকে।
কলকাতায় সোনার দাম (Gold Price) কত?
আর সামনেই দুর্গাপুজো। তাই পুজোর দিনগুলো নতুন জামা কাপড়ের সাথে অনেকেই সাজতে পছন্দ করেন সোনার গয়নাতেও। কিন্তু বিগত কয়েক দিন ধরে বেলাগাম সোনার দাম (Gold Price)। যার ফলে দিনে দিনে এই হলুদ ধাতু দিনে দিনে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু দাম বাড়লেও সোনা প্রেমীদের মধ্যে সোনা কেনার উৎসাহ-উদ্দীপনা কোনোটারই কমতি নেই।
আর এবার পুজোর মরশুমেই সোনা প্রেমীদের জন্য এল এক দারুণ সুখবর। টানা কয়েকদিন ধরে লাফিয়ে সোনার দাম (Gold Price) বাড়ার পর আবার একটু একটু করে সস্তা হতে শুরু করেছে সোনা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ কলকাতায় কত দাম রয়েছে হলুদ ধাতুর?
আরও পড়ুন : আবার কপাল পুড়ল কোন মেগার? সোমবার থেকে এই স্লটে সম্প্রচারিত হবে ‘দুই শালিক’
- কলকাতায় ২২ ক্য়ারেট সোনার দাম কত ?
আজ শনিবার ২৮ সেপ্টেম্বর কলকাতায় একলাফে কমেছে ২২ ক্যারেটের সোনার দাম। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ৯৫ টাকা। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে মোট খরচ হবে ৭০ হাজার ৯৫০ টাকা।
- কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?
পুজোর আগেই আরও একবার হাসি চওড়া হল সোনা প্রেমীদের। আজ ২৮ সেপ্টেম্বর শনিবার কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৭৪০ টাকা। যার ফলে আজকের দিনে কলকাতায় ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ৭৭ হাজার ৪০০ টাকা।