পুজোয় নতুন জামাকাপড়ের সাথেই সাজুন সোনার গয়নায়, আজ কলকাতায় হলুদ ধাতুর কত দাম?

বাংলা হান্ট ডেস্ক : তবে পুজোয় শুধু নতুন জামা কাপড়ই নয় অনেকেরই নজর থাকে সোনার গয়নার দিকেও। বিগত কয়েকদিন ধরেই বেলাগাম সোনার দাম (Gold Price)। তবে এই হলুদ ধাতুর প্রতি মেয়েদের দুর্বলতা নতুন নয় একেবারেই। এই কারণে অনেকের কাছেই সোনা স্ত্রীধন নামেও পরিচিত।

কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

তবে একথাও ঠিক সোনার দাম (Gold Price) ঊর্ধ্বমুখী হলেও আজ পর্যন্ত সোনা প্রেমীদের সোনা (Gold Price) কেনায় ভাঁটা পড়েনি এক ফোঁটাও। একই সাথে ইদানিং বাজারে ব্যাপক চাহিদা রয়েছে রুপোরও। দরজায় কড়া নাড়ছে দুর্গা পুজোর আগমনী বার্তা। গোটা এক বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর কিছুদিনের মধ্যেই।

পুজোর কটা দিন সব ভুলে উৎসবের আনন্দের মেতে ওঠেন রাজ্যবাসী। এই মুহূর্তে জোর কদমে চলছে, তারই প্রস্তুতি। শপিং প্রায় শেষ পর্যায়ে। অনেকের আবার শপিং শেষ হওয়ারই নাম নিচ্ছে না কিছুতেই। আসুন তাহলে পুজোর আগে একনজরে দেখে নেওয়া যাক কলকাতায় সোনার-রুপোর দাম কত?

কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম কত?

আজ ২৯ সেপ্টেম্বর কলকাতায় বদল এসেছে ১৮ ক্যারেটের সোনার দামেও (Gold Price)। রবিবার কলকাতায় ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৮০৫ টাকায়। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে মোট ৫৮ হাজার ৫০ টাকা।

কলকাতায় ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

সপ্তাহের শেষে রবিবাসরীয় ছুটির দিনে আজ আবার ভিড় হবে সোনার দোকানে। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ৯৫ টাকায়। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭০ হাজার ৯৫০ টাকায়।

আরও পড়ুন : প্রত্যেকের আসল চেহারা দেখালেন অঙ্কুশ! অভিনেতার সাহসিকতার প্রশংসায় মুখর দর্শক

কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?

পুজোর আগে সোনায় সোহাগা হওয়ার এটাই মোক্ষম সময় সোনা প্রেমীদের। আজ ২৯ সেপ্টেম্বর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ হবে ৭ হাজার ৭৪০ টাকা। যার ফলে আজকের দিনে কলকাতায় ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনা কিনতে খরচ হবে মোট ৭৭ হাজার ৪০০ টাকা।

Gold Price

কলকাতায় রুপোর দাম কত?

রবিবার সোনার সাথেই পাল্লা দিয়ে কমেছে রুপোর দাম। আজকের দিনে কলকাতায় ১০০ গ্রাম ওজনের রুপোর দাম রয়েছে কিনতে খরচ হবে ৯ হাজার ৫০০ টাকা। অর্থাৎ ১ কেজি রুপো কিনতে গেলে মোট খরচ হবে ৯৫ হাজার টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর