সোনার দামে বিরাট পরিবর্তন! কলকাতায় হলুদ ধাতুর রেট কত, শুনেই আঁতকে উঠবেন না তো?

বাংলা হান্ট ডেস্ক : পুজোর মুখেই আবার চিন্তায় ফেলেছে সোনার দাম (Gold Price)। ঢাকে কাঠি পড়তেই শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের উৎসব। আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার প্রথমা। পুজোর প্রথম দিন থেকেই পুজো প্যান্ডেলে ঠাকুর দেখার ভিড় জমাতে শুরু করেছেন শহরবাসী। মন খারাপকে  সঙ্গী করেই  উৎসবে সামিল হচ্ছেন সকলে। পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে।

কলকাতায় আজ সোনার দাম (Gold Price) কত?

জামা কাপড়ের দোকানে তিল ধরণের জায়গা নেই। তবে পুজোয় শুধু নতুন জামা কাপড়ই নয়, সেইসাথে অনেকেই কেনেন সোনার গয়না। তাই এখন এই হলুদ ধাতুর চাহিদা রয়েছে তুঙ্গে। কিন্তু বিগত কয়েক দিন ধরেই লাফিয়ে বাড়ছে সোনার দাম (Gold Price)। যার ফলে কার্যত মাথায় হাত সোনা প্রেমীদের। তবে দামের তোয়াক্কা  না করেই অনেকেই চুটিয়ে কিনছেন মন পসন্দ  সোনা গয়না। সেই সাথে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে রুপোর গয়নারও। তাই যদি এই উৎসবের মৌসুমে আপনারও সোনার রুপো কেনার প্ল্যান থাকে তাহলে একবার ঝটপট দেখে নিন কলকাতায় আজ সোনা রূপোর কত দাম (Gold Price)?

কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?

পুজোর আগেই আজ আবার মাথায় হাত সোনা প্রেমীদের। আজ ৩ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ৭৪৬ টাকায়। যার ফলে আজকের দিনে কলকাতায় সোনার ভরি বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। আজ কলকাতায় এক ভরী অর্থাৎ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭৭ হাজার ৪৬০ টাকায়।

কলকাতায় ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

মহালয়ার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দাম বেড়েছে ২২ ক্য়ারেট সোনারও। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ হবে ৭ হাজার ১০১ টাকা। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭১ হাজার ১০ টাকা।

আরও পড়ুন : পরিবারে আসছে নতুন সদস্য, দায়িত্ব বাড়ছে কবিরের, শুভেচ্ছায় ভাসছেন কোয়েল মল্লিক

কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম কত?

প্রথমাতেই অর্থাৎ ৩ অক্টোবর বৃহস্পতিবার কলকাতায় সোনার দামে এসেছে বিরাট বদল। আজ বৃহস্পতিবার ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫ হাজার ৮১০ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে মোট ৫৮ হাজার ১০০ টাকা।

Gold Price

কলকাতায় রুপোর দাম কত?

তবে আজকের দিনে আপাতত খানিক স্বস্তি পেলেন রুপোর ক্রেতা-বিক্রেতারা। বৃহস্পতিবার ৩ অক্টোবর কলকাতায় ১০০ গ্রাম ওজনের রুপো কিনতে খরচ হবে ৯ হাজার ৪৯০ টাকায়। অর্থাৎ ১ কেজি রুপো কিনতে খরচ হবে মোট ৯৪ হাজার ৯০০ টাকা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর