বাংলা হান্ট ডেস্ক : সঞ্চয়ের জন্য হোক কিংবা শখ মূল্যবান ধাতু হিসাবে কিন্তু হলুদ ধাতু সোনার জুড়ি মেলা ভার। বেশ কিছুদিন ধরে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু আগস্ট মাসের একেবারে শেষের দিকে এসেই হাসি চওড়া হতে শুরু করে সোনা প্রেমীদের। আর ইয়াবার নতুন মাসের শুরুতেই অর্থৎ সেপ্টেম্বর মাসেই টানা তিন দিন আরও কমল সোনার দাম (Gold Price)।
কলকাতায় আজ কত কমল সোনার দাম (Gold Price)?
সামনেই আসছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। তাছাড়া পুজো কিংবা ধনতেরাসের পরেই শুরু হবে বিয়ের মরশুম। তাই এখন সোনার দাম (Gold Price) কমতেই এটাই সোনা কেনার উপযুক্ত সময় বলে মনে করছেন অনেকে। মঙ্গলবার এক ধাক্কায় আবার অনেকটাই সস্তা হয়েছে হলুদ ধাতু (Gold Price)। তাই ভবিষ্যতের কথা ভেবে এখনই সোনা কিনে রাখতে পারলে কিন্তু দারুন লাভবান হওয়া যাবে।
তবে শুধুই সোনা নয় আজ সোনার সাথেই পাল্লা দিয়ে কমেছে রুপোর দাম-ও। এই সুযোগ হাতছাড়া করলেই কিন্তু বিরাট লস। তাই নতুন মাসের শুরুতে পকেটে টাকা থাকতে থাকতেই বাড়ি নিয়ে আসুন মন পসন্দ সোনা-রুপো। তবে মঙ্গলবার সোনার দোকানে যাওয়ার আগে দেখে নিন কলকাতায় সোনা-রুপোর দাম কমে কত কমল?
আজ অর্থাৎ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর কলকাতায় আবার কমেছে সোনার দাম। জানা যাচ্ছে আজ ৩ সেপ্টেম্বর কলকাতায় ১০ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৬৯০ টাকায়। গতকাল, সোমবার ২ সেপ্টেম্বর ওই সম পরিমাণ সোনার দাম ছিল ৬৬ হাজার ৭০০ টাকা। অর্থাৎ আজ সোনার দাম ১০ টাকা কমেছে ৷
আরও পড়ুন : পুজোর আগেই সুখবর! একধাক্কায় বেতন বাড়বে ১৯,২০০! মালামাল হবেন এই সরকারি কর্মীরা
একইসাথে কলকাতায় আজ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম কমে গিয়ে হয়েছে ৭২ হাজার ৭৬০ টাকা। অথচ গতকাল ওই একই ওজনের ২৪ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৭২ হাজার ৭৭০ টাকায়।
একইসাথে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোর-ও। জানা যাচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ১ কেজি ওজনের রুপো বিক্রি হচ্ছে ৮৬ হাজার ৮০০ টাকায়। গতকাল ওই একই পরিমাণ রুপোর দাম ছিল ৮৬ হাজার ৯০০ টাকা।