বাংলা হান্ট ডেস্ক : সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম (Gold Price)। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পুজো একেবারে দোরগোড়ায়। আর মাত্র দুদিন পরেই মহালয়া। তারপরে দেবী পক্ষের শুভ সূচনা। এই মুহূর্তে চলছে দুর্গাপুজোর কাউন্টডাউন। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। নতুন জামা কাপড়ের পাশাপাশি এখন চলছে মানানসই গয়না-গাঁটি কেনার পর্ব।
কলকাতায় সোনার দাম (Gold Price) কত?
আর পুজো মানেই বাঙালির সাজে থাকে সাবেকিয়ানার ছোঁয়া। তাই নতুন জামা কাপড়ের সাথেই অনেকে সেজে ওঠেন নতুন সোনা গয়নায়। চলতি মাসের শুরুতে সোনার দাম (Gold Price) কম থাকলেও মাসের মাঝামাঝি সময় থেকে দাম বাড়তে শুরু করেছিল হলুদ ধাতুর (Gold Price)।। তবে এবার পুজোর মুখে অনেকটাই স্বস্তি পেল আমজনতা। মহালয়ার দুদিন আগেই সোনার দামে এলো বিরাট বদল। যার ফলে সোনা এখন মধ্যবিত্তের নাগালে। একই সাথে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। আসুন তাহলে জানা যাক আজ কলকাতায় সোনা-রুপোর দাম কত?
- কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?
পুজোর আগে আবার বিরাট পতন হল সোনার দামে। আজ ৩০ সেপ্টেম্বর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে কিনতে গেলে খরচ হবে ৭ হাজার ৭২৪ টাকা। যার ফলে আজকের দিনে কলকাতায় এক ভরী অর্থাৎ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনা কিনতে খরচ হবে মোট ৭৭ হাজার ২৪০ টাকা।
- কলকাতায় ২২ ক্য়ারেট সোনার দাম কত ?
আজ সেপ্টেম্বর মাসের শেষ দিন। কিন্তু মাসের শেষেও এখনও ভিড় কমছে না সোনার দোকানে। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ৮০ টাকায়। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭০ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন : মৃত্যুর ৫ বছর পার, ‘আজও দেখা হয় প্রতি রাতে!’ তাপস পালের জন্মদিনে খোলা চিঠি স্ত্রী নন্দিনীর
- কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম কত?
আজ অর্থাৎ সোমবার ৩০ সেপ্টেম্বর অনেকটা কমেছে ১৮ ক্যারেটের সোনার দামও। রবিবার কলকাতায় ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৯৩ টাকায়। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে মোট ৫৭ হাজার ৯৩০টাকায়।
- কলকাতায় রুপোর দাম কত?
এখন সোনার পাশাপাশি ফ্যাশনে ইন রুপোও। সোমবার সোনার সাথেই লাফিয়ে কমল রুপোর দাম। আজকের দিনে কলকাতায় ১০০ গ্রাম ওজনের রুপোর দাম রয়েছে কিনতে খরচ হবে ৯ হাজার ৪৯০ টাকা। অর্থাৎ ১ কেজি রুপো কিনতে গেলে মোট খরচ হবে ৯৪ হাজার ৯০০ টাকা।