দেখলে হবে খরচা আছে! পুজোয় এবার বিরাট ধাক্কা, কলকাতায় আজ হলুদ ধাতুর দাম কত?

বাংলা হান্ট ডেস্ক : দেখতে দেখতে দুর্গাপুজো এসে গেলেও এখনও পর্যন্ত মধ্যবিত্তের হাতের নাগালে এল না সোনা। প্রত্যেকদিন একটু একটু করে লাফিয়ে বাড়ছে এই হলুদ সোনার দাম (Gold Price) । এইভাবে হলুদ ধাতুর দাম (Gold Price) বাড়তে থাকায় কার্যত মন খারাপ সোনা প্রেমীদের। আজ পুজোর দ্বিতীয় দিন। আর দ্বিতীয়া থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের আনাগোনা।

কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

কেউ কেউ আবার পুজোর সেই মুহূর্তের শপিং করতে ব্যস্ত। পুজোর কেনাকাটায় জামা কাপড়ের দোকানে ভিড় থাকলেও সোনার দোকান এখন একেবারে ফাঁকা। তবে অনেকেই আছেন যাঁরা সোনার দাম (Gold Price) নিয়ে মাথা ঘামান না। তাই বর্ধিত ডেমেও সোনা কিনছেন অনেকে। তাই যদি আজকের দিনে যদি কারও  সোনা কেনার প্ল্যান থাকে তাহলে দেখে নিন আজ কলকাতায় সোনার দাম কত? সোনার পাশাপাশি এখন ব্যাপক চাহিদা রয়েছে রুপোরও। তাই আজকের দিনের রুপো কিনতে হলে দেখে নিন রুপোর দামও।

কলকাতায় ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

শুক্রবার ৪ অক্টোবর দাম বাড়ল ২২ ক্য়ারেট সোনারও। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ১১০ টাকা। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭১ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন : এই অবস্থায় ঘুরতে যেতে পারলেন? রচনাকে ভ্যাকেশন মুডে দেখেই শুরু ট্রোলিং

কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?

আজ দ্বিতীয়াতেও মাথায় হাত সোনা প্রেমীদের। কলকাতায় আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম ওজনের সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ৭৫৬ টাকায়। যার ফলে আজকের দিনে কলকাতায় সোনার ভরি বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। আজ কলকাতায় এক ভরী অর্থাৎ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে মোট খরচ হবে ৭৭ হাজার ৫৬০ টাকা।

Gold Price

কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম কত?

আজ অর্থাৎ ৪ অক্টোবর শুক্রবার কলকাতায় সোনার দামে এসেছে বিরাট পরিবর্তন। সপ্তাহের শেষেও শান্তি নেই সোনা প্রেমীদের। আজ ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫ হাজার ৮১৭ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে মোট ৫৮ হাজার ১৭০ টাকা।

কলকাতায় রুপোর দাম কত?

তবে আজকের দিনে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। শুক্রবার ৪ অক্টোবর কলকাতায় ১০০ গ্রাম ওজনের রুপো কিনতে খরচ হবে ৯ হাজার ৫০০ টাকা। অর্থাৎ ১ কেজি রুপো কিনতে খরচ হবে মোট ৯৫ হাজার টাকা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর