বাংলা হান্ট ডেস্ক : সোনা শুধু অলংকারই নয় ভবিষ্যতের সঞ্চয়-ও। তাছাড়া বিয়ে হোক কিংবা অন্যান্য যেকোনো শুভ অনুষ্ঠান সোনা ছাড়া কিন্তু অসম্পূর্ণ।বলা হয়, সোনা খুবই শুভ। আর এখন শুধু উৎসব উপলক্ষেই নয়, প্রায় সারা বছরই সোনার চাহিদা থাকে তুঙ্গে। তাই বাজারে প্রতিনিয়ত সোনার দাম (Gold Price) কতটা কমল কিংবা বাড়লো তা নখদর্পণে থাকে সোনা (Gold) প্রেমীদের।
আবার কমল সোনার দাম (Gold Price)
মূলত একাধিক বিষয়ের ওপরে নির্ভর করে সোনার বাজার দর (Gold Price)। আর ইদানিং চলতি মাসের শুরু থেকেই আবার অনেকটাই সস্তা হয়েছে সোনা (Gold Price)। যার ফলে এই উৎসবের মরশুমে সোনার দোকানে উপচে পড়ছে ভিড়। সব ছেড়ে সোনা কিনতেই ছুটছেন সোনা প্রেমীরা। তবে যাঁদের রুপোর গয়না পছন্দ তারাও কিন্তু নিরাশ হবেন না একেবারেই।
কারণ বিগত কয়েক দিন ধরে সোনার সাথেই পাল্লা দিয়ে লাফিয়ে দাম কমেছে রুপোর-ও উপর ও আসুন তাহলে দোকানে যাওয়ার আগে জানা যাক আজ কলকাতায় কত কমলো সোনা রুপোর দাম?
- কলকাতায় সোনার দাম কত?
আজ অর্থাৎ বুধবার ৪ সেপ্টেম্বর কলকাতায় আরও সস্তা হয়েছে সোনা। জানা যাচ্ছে আজকের দিনে প্রতি ১০ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনার দাম কমে গিয়ে হয়েছে ৬৬ হাজার ৬৯০ টাকা। অথচ গতকাল ওই একই ওজনের, একই গুণগত মান সম্পন্ন সোনার দাম ছিল ৬৬ হাজার ৭০০ টাকা। অর্থাৎ বিরাট কোনো হেরফের না হলেও গতকালের তুলনায় আরও ১০ টাকা কমল সোনার দাম।
আরও পড়ুন : আজ থেকেই বদলাবে আবহাওয়া! গরম কাটিয়ে ফের বৃষ্টির পূর্বাভাস, কবে কোন জেলায়?
একইসাথে কলকাতায় আজ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দামেও এসেছে পরিবর্তন। জানা বুধবার ৪ সেপ্টেম্বর ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৭২ হাজার ৭৬০ টাকা ৷ অথচ গতকাল ওই একই ওজনের ২৪ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৭২ হাজার ৭৭০ টাকায়। অর্থাৎ আজ আবার ১০ টাকা কমল সোনার দাম।
একইসাথে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোর-ও। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ১ কেজি ওজনের রুপো বিক্রি হয়েছে ৮৬ হাজার ৮০০ টাকায়। আজ অর্থাৎ বুধবার ৪ সেপ্টেম্বর ওই ১ কেজি রুপোর দাম ১০০০ টাকা কমে গিয়ে হয়েছে ৮৫ হাজার টাকা ৷