উৎসবের মরশুমে সোনা কেনার সুবর্ণ সুযোগ! আজ কলকাতায় সোনার দাম কত?

বাংলা হান্ট ডেস্ক : সোনা মানে খুবই শুভ। আদি যুগ থেকেই সোনার চাহিদা তুঙ্গে সোনা শুধু নারীর অলংকারই নয় । অনেকের ভবিষ্যতের সঞ্চয়ও। প্রতিনিয়ত বাজারে ওঠানামা করে এই হলুদ ধাতুর দাম (Gold Price)। সামনেই আসছে দুর্গাপুজো। এই পুজোর মরশুমে শুধু জামা কাপড়ই নয়। সেই সাথে অনেকেই কেনাকাটা করে থাকেন সোনার অলংকারও। সেপ্টেম্বর মাস থেকেই কলকাতায় লাফিয়ে কমেছে সোনার দাম (Gold Price)। একই সাথে কমতে শুরু করেছে রূপোর দামও।

কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

আগামী মাসেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আর তারপরেই আসছে ধনতেরাস। শোনা যাচ্ছে ধনতেরাস উপলক্ষে চাহিদা বৃদ্ধির সাথে সাথেই রেকর্ড উচ্চতায় পৌঁছাবে সোনার দাম (Gold Price)। বিশেষজ্ঞদের দাবি আগামী তিন মাসে চাহিদা বৃদ্ধির কারণেই দাম বাড়বে সোনার। তাই সুযোগে সোনা কিনে রাখতে পারলে আখেরে লাভ হবে আপনারই। আসুন তাহলে দেখে নেওয়া যাক কলকাতায় কত কম হলো সোনা-রূপোর দাম।

কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?

দুর্গাপুজোর আগেই কলকাতায় লাগাতার কমতে শুরু করেছে সোনার দাম (Gold Price)। জানা যাচ্ছে আজ রবিবারের ছুটির দিনেই ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনা কিনতে গেলে খরচ হবে মোট ৭ হাজার ১৬০ টাকা। এছাড়াও আজ ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে ৭১ হাজার ৬০০ টাকা। আজ গতকালের তুলনায় সোনার দাম ৪০০ টাকা কম।

আরও পড়ুন : মরদেহ বিক্রি অতীত! আরজি করে আরও বড় দুর্নীতি ফাঁস! তদন্তে নেমেই চাঞ্চল্যকর তথ্য পেল CBI

কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কত?

বেশ কিছুটা কমল ২২ ক্যারেট সোনার দাম- ও। রবিবার ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) পড়বে ৬ হাজার ৮৪০ টাকা। অৰ্থাৎ সম-মানের ১০ গ্রাম কিনতে গেলে আজ খরচ হবে মোট ৬৮ হাজার ৪০০ টাকা।

Gold Price

কলকাতায় আজ রুপোর দাম কত?

আজ সোনার পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। আজ ১ কেজি রুপো কিনতে খরচ হবে মোট ৮১ হাজার ৯৫০ টাকা। যার ফলে আজ একদিনে মোট ১৭৫০ টাকা কমল সোনার দাম।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর