এক মিনিটের জন্য সাড়ে ৪ কোটি পারিশ্রমিক! পাত্তা পাবেন না শাহরুখ-সলমন; জানেন কে এই সুপারস্টার?

বাংলা হান্ট ডেস্ক : শাহরুখ খান কিংবা সালমান খান নন বলিউডে (Bollywood) রয়েছেন এমন একজন সুপারস্টার যাঁর প্রত্যেক মিনিটে আয় ছাপিয়ে গিয়েছে, বলিউডের (Bollywood) অন্যান্য সব সুপারস্টারদের। জানলে অবাক হবেন, বলিউডের (Bollywood) এই জনপ্রিয় তারকা অভিনয়ের জন্য প্রত্যেক মিনিটে পারিশ্রমিক নিয়ে থাকেন সাড়ে চার কোটি টাকা।

এক মিনিটে সাড়ে ৪ কোটি পারিশ্রমিক পান এই বলিউড (Bollywood) সুপারস্টার

একটা সময় এই অভিনেতার বাবা ছিলেন বলিউডের বিখ্যাত ফাইট কোরিওগ্রাফার। আর আজ এই বিখ্যাত বলিউড তারকা ওটিটি প্লাটফর্মের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। তাঁর স্ত্রীও একজন সুপারস্টার। অথচ বলিউডের এই জনপ্রিয় নায়ক তাঁর  প্রথম সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ৫হাজার টাকা। 

   

তাঁর অভিনীত প্রথম সিনেমা এতটাই হিট হয়েছিল যে আজও সেই সিনেমার গান মুখে মুখে ঘরে সিনেমা-প্রেমীদের। বলিউডে তখন শাহরুখ-সালমানদের রাজত্ব। সেই সময় ‘ফুল ওর কাঁটে’ সিনেমা দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন অজয় দেবগণ (Ajay Devgan)। প্রথম ছবিতেই আসে আশাতীত সাফল্য। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।

দীর্ঘদিনের অভিনয় জীবনে দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের এই সিংঘম। তালিকার রয়েছে ‘জিগর’, ‘বিজয়পথ’, ‘দিলওয়ালে’, ‘জান’, ‘দিলজালে’, ‘ইশক’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘হাম দিল দে চুকে সানাম’,’গঙ্গাজল’ ইত্যাদি। আসলে তালিকাটা অনেক লম্বা। মিডিয়া রিপোর্ট বলছে এস এস রাজমৌলির বিখ্যাত সিনেমা আরআর-এ একটি ক্যামিও চরিত্রের জন্য অজয় দেবগণ পারিশ্রমিক নিয়েছিলেন মোট ৩৫ কোটি টাকা।

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন বাংলা সিনেমার ‘মেজ বউ’! কীভাবে দিন কাটছে চুমকি চৌধুরীর?

এই গোটা সিনেমায় অজয় দেবগণকে দেখা গিয়েছিল মাত্র ৮ মিনিটের জন্য। অর্থাৎ হিসাব অনুযায়ী এই সিনেমার জন্য প্রত্যেক মিনিটে অজয় দেবগণের  পারিশ্রমিক ছিল সাড়ে চার কোটি টাকা। আর এদিক দিয়েই বলিউড সিংঘম অজয় ছাপিয়ে গিয়েছেন শাহরুখ-সালমান তো বটেই তাঁর  ধারে কাছেও নেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হেভিওয়েট স্টার প্রভাসও।

Bollywood

সূত্রের খবর এঁরা প্রত্যেকেই তাঁদের সিনেমার জন্য ১০০ কোটির বেশি পারিশ্রমিক নিয়েছেন ঠিকই কিন্তু সেক্ষেত্রেও হিসেব অনুযায়ী প্রত্যেক মিনিটে তাদের পারিশ্রমিক ছিল ২.৩  কোটি টাকা। এছাড়া অজয় দেবগণ এই মুহূর্তে ওডিটিতে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। সূত্রের খবর ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’ সিনেমার জন্য মোট ১২৫ কোটি টাকার পারিশ্রমিক নিয়েছিলেন অজয়। যার ফলে প্রতিটি এপিসোডের জন্য অভিনেতার পারিশ্রমিক ছিল ১৮ কোটি টাকা। যা মনোজ বাজপেয়ী কিংবা পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতাদের থেকেও অনেক বেশি ছিল। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর