বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষেই এল বিরাট সুখবর। দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) অপেক্ষায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। তবে ঠিক কবে থেকে মহার্ঘ ভাতা বাড়ানো (DA Hike) হবে তা এতদিন জানানো হয়নি। অবশেষে নতুন বছর শুরুর আগেই ঘোষণা হয়ে গেল নতুন বেতন কাঠামো। বহুদিন ধরেই চাতক পাখির মতোই ডিএ বৃদ্ধির (DA Hike) অপেক্ষায় ছিলেন রাজ্য সরকারি কর্মীরা।
বছর শেষে এক লাফে DA বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের
অবশেষে আজ বৃহস্পতিবার মিলল সুখবর। রাজ্য সরকারের তরফে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হল। বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ শতাংশ হরে মহার্ঘভাতা বৃদ্ধির পর এবার থেকে এই রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ।
যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান। এদিন সপ্তম বেতন কমিশনের আওতায় ৩ শতাংশ হরে ডিএ বৃদ্ধি পেল রাজ্য সরকারের। এতদিন তাঁরা ৫০% হরে ডিএ পেয়ে আসছিলেন। তবে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই মহার্ঘ ভাতা পাবেন বিহারের কর্মচারীরা।
আরও পড়ুন: বছর শেষেই ‘লক্ষ্মী লাভ’! ৬ বছর পর বেতন বাড়ল ‘কর্মবন্ধু’দের, কত টাকা পাবেন তাঁরা?
কবে থেকে বাড়বে এই মহার্ঘ ভাতা?
এদিন বিহার সরকারের তরফে জানানো হয়েছে ২০২৪ সালের জুলাই মাস থেকে বর্ধিত হারে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে। অর্থাৎ বছর শেষে পোয়াবারো বিহারের সরকারি কর্মচারীদের। জুলাই থেকেই তাদের প্রাপ্ত ডিএ মিটিয়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। এই ডিএ বৃদ্ধির ফলে মোট ১১ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশন ভোগী লাভবান হতে চলেছেন।
প্রসঙ্গত গত বছরের অক্টোবর মাসেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। যা তাঁরা পাচ্ছেন ২০২৪ সালে ১ জুলাই থেকে। বহুদিন থেকেই ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন বিহারের রাজ্য সরকারি কর্মচারীরা। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বছর শেষের আগে পশ্চিমবঙ্গ সরকার-ও ডিএ বৃদ্ধি করে কিনা আপাতত সেদিকেই নজর বাংলার।