ভারতীয় রেল দিচ্ছে সুবর্ণ সুযোগ! কম পুঁজির এই ব্যবসা করলেই হবে ‘বাম্পার আয়’

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ সংক্ষেপে ‘OSOP’-এর কথা কমবেশি শুনেছেন সকলেই। সাধারণ মানুষের জন্য রেল স্টেশনে (Rail Station) ব্যবসা (Business) করার ক্ষেত্রে  নতুন দিগন্ত খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকারের (Central Government) এই উদ্যোগ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের মত পশ্চিমবঙ্গেও একাধিক স্টেশনে এই প্রকল্প চালু হলেও এখনও পর্যন্ত অনেকেই জানেন না বিষয়টি আসলে কি?

ভারতীয় রেলের (Indian Railways) ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ প্রকল্প কি ?

এ প্রসঙ্গে ১৯ আগস্ট একটি বিবৃতি দিয়ে ভারতীয় রেলের (Indian Railways) তরফে বিস্তারিত জানানো হয়েছে। আমাদের আশেপাশে এমন অনেক ব্যবসায়ী আছেন যাঁরা  এই ধরনের হস্তশিল্প এবং ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত। নিজের হাতেই তাঁরা বিভিন্ন জিনিসপত্র বানিয়ে থাকেন। কিন্তু সেই সমস্ত জিনিস বিক্রির করার জন্য তাঁরা হয়তো সেভাবে বাজার তৈরি করতে পারেননি।

   

আসলে তার জন্য এখনও পর্যন্ত তারা হয়তো সেভাবে সুযোগই পাননি। এই সমস্ত ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীদের জন্য ভারত সরকার (Central Government) ‘ভোকাল ফর  লোকাল, অ্যান্ড লোকাল টু গ্লোবাল’ প্রকল্প চালু করেছেন। অর্থাৎ কেউ যদি নিজের তৈরি সামগ্রীকে বিশ্বের দরবারে পৌঁছাতে চান তাহলে এবার তাঁকে  সেই সুযোগ করে দেবে ভারতীয় রেল (Indian Railways)।

আরও পড়ুন :  জন্মাষ্টমীতে এক লাফে কমল সোনার দাম! গোপালের জন্য আজই কিনুন মনের মতো উপহার

জানা যাচ্ছে এখনও পর্যন্ত হাওড়া ডিভিশনের প্রায় ১০০টি স্টেশনে এবং শিয়ালদহ ডিভিশনের ১০০ টি স্টেশনে এই এক স্টেশন এক পণ্য প্রকল্পে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। রেল সূত্রে খবর এখনও পর্যন্ত এই প্রকল্পে সাড়া দিয়ে হাওড়া,চন্দননগর, বাঁশবেড়িয়া, আজিমগঞ্জ জংশন,আদিসপ্তগ্রাম, অম্বিকা কালনা, আরামবাগসহ বিভিন্ন স্টেশনে এই স্টল দেওয়া হয়েছে।

OSOP 2

একইভাবে শিয়ালদহ ডিভিশনের দমদম ক্যান্টনমেন্ট,বনগাঁ,দত্তপুকুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, লালগোলা, ভগবানগোলা, পিয়ালীসহ আরও অনেক স্টেশনে এই স্টলগুলো দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি:

ভারতীয় রেলের এই ব্যবসা করার জন্য আবেদনকারীদের প্রথমে স্টেশন ম্যানেজারের কাছে সাদা কাগজে  আবেদন করতে হবে। সেইসাথে ফি বাবদ রেজিস্ট্রেশনের জন্য সামান্য কিছু টাকা জমা করতে হবে। এরপর আবেদনকারীদের মধ্যে লটারি হবে। কে কতদিনের জন্য ষ্টল পাবেন তা ঠিক করা হয় এই লটারির মাধ্যমে।  সবাইকে সমান সুযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর